২০২৪ ব্যালন ডি'অর জিতলেন স্পেনের রদ্রি। স্প্যানিশ ফুটবলার হিসেবে ৬৪ বছর পর কেউ ব্যালন ডি'র জিতলেন। মহিলাদের মধ্যে দ্বিতীয়বার সেরা হলেন আইতানা বোনমাতি।
অনেকেই ভেবেছিলেন ২০২৪ সেরা পুরুষ ফুটবলার হিসেবে ভিনিসিয়াস জুনিয়র খেতাব জিতবেন। কারণ গত মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩১টি গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কোপা এবং লা লিগা জিতেছেন। কিন্তু বাস্তবে তা হল না। বরং ব্যালন ডি'অর জিতলেন রদ্রি।
গত মরসুমে ম্যান সিটির হয়ে দুরন্ত পারফর্ম করেন রদ্রি। সিটির হয়ে গোটা মরসুমে ১২টি গোল ১৫টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। সেরার সেরা হয়ে আপ্লুত রদ্রি। ১৯৬০ সালে শেষবার স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। দীর্ঘ ৬৪ বছর পর স্পেনকে গর্বিত করলেন রদ্রি।
মহিলা ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জিতলেন বার্সেলোনার আইতানা বোনমাতি। তিনিও স্প্যানিশ ফুটবলার। পর পর দু'বার সেরার সেরা হলেন তিনি (২০২৩,২০২৪)। পুরস্কার হাতে পেয়ে বোনমাতি বলেন, 'এই মঞ্চে পুনরায় আসতে পেরে আমি খুব খুশি। খেতাব জয় আমার একার নয়। আমার সতীর্থরা না থাকলে এখানে আসতে পারতাম না। তাঁরা আমাকে ভালো ফুটবলার তৈরিতে সর্বদা চেষ্টা করে গেছেন। সকলকে ধন্যবাদ'।
গতবার ব্যালন ডি'অর জিতেছিলেন লিও মেসি। ২০২২ সালে ব্যালন ডি'অর জিতেছিলেন করিম বেঞ্জেমা। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ১৫ বছরে মেসি ২০২৩, ২০২১, ২০১৯, ২০১৫, ২০১২, ২০১১, ২০১০, ২০০৯ মোট ৮ বার জিতেছেন। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন ৫ বার (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)। ২০১৮ সালে জিতেছিলেন ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন