জানুয়ারি মাসের সেকেন্ড উইন্ডোতে দল গুছিয়ে নিতে চলেছে ইস্টবেঙ্গল। স্পেনের জাতীয় যুব দলের হয়ে খেলা ফরোয়ার্ড ইয়াগো ফালকেকে সই করাল লাল-হলুদ ব্রিগেড।
ক্লাব ফুটবলে এএস রোমার হয়ে দু’বছর খেলেছেন ইয়াগো। ২০১৫-১৭ সাল পর্যন্ত ইতালির ক্লাব রোমাতে খেলেছেন তিনি। সেই সময় লিভারপুল তারকা মহম্মদ সালাহও খেলতেন ওই ক্লাবে। তোরিনো, রায়ো ভায়েকানো, টটেনহ্যাম হটস্পার, সাউদাম্পটনের মতো ক্লাবেও খেলেছেন ইয়াগো। কলম্বিয়ার একটি ক্লাবের হয়ে গত বছর খেলেছেন ৩৪ বছরের এই স্প্যানিশ স্ট্রাইকার। সুপার কাপে ভিসা পাবেন না, সেই কারণে সুপার কাপের পরেই তিনি যোগ দেবেন দলের সঙ্গে বলে জানা গেছে।
চলতি সুপার কাপের ম্যাচে ইস্টবেঙ্গল তাঁদের প্রথম জয় পেয়েছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল শিবির এই জয়ে খুশি। তাদের ডিফেন্ডার লালচুঙনুঙ্গা ও তারকা উইঙ্গার নাওরেম মহেশ সিং এই মুহূর্তে রয়েছে কাতারে, এএফসি এশিয়ান কাপের জন্য। হরমনজ্যোৎ সিং খাবরার চোট। বাকিদের নিয়ে খেলেই সাফল্য পাচ্ছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত, যিনি প্রায় চার বছর পরে লাল-হলুদ জনতাকে আশার আলো দেখিয়েছেন। ডুরান্ড কাপে ৫৫ মাস পর কলকাতা ডার্বি জিতে লাল-হলুদ শিবির। যদিও শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানের কাছেই হেরে রানার্স আপ হয়েছে তারা। আইএসএলেও গত তিন বারের চেয়ে অনেক ভাল পারফরম্যান্স দেখিয়েছে তারা।
ধাপে ধাপে এগোচ্ছে লাল-হলুদ ব্রিগেড। এই প্রথম তাদের গোলপার্থক্যে ইতিবাচক সংখ্যা দেখা যাচ্ছে। অর্থাৎ যে পরিমান গোল তারা দিয়েছে, তার চেয়ে কম গোল খেয়েছে। একই মরশুমে পাঁচটি ম্যাচে ক্লিনশিট তারা আর কোনও মরশুমে রাখতে পারেনি। পরপর টানা তিন ম্যাচে গোলশূন্য ড্র আইএসএলের ইতিহাসে তারা ছাড়া আর মাত্র দু’টি দল করতে পেরেছে। বছরের শেষ ম্যাচে ওডিশা এফসি তাদের বিরুদ্ধে মাত্র একটি শট গোলে রাখতে পেরেছে। এ মরশুমে এমন আর কখনও হয়নি সের্খিও লোবেরার দলের। প্রিয় দল সম্পর্কে এমন পরিসংখ্যান বহু বছর পরে শুনতে পাচ্ছে লাল-হলুদ জনতা। তাই সুপার কাপে ভাল ফলের ব্যাপারে আশাবাদী তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন