আগামী ডিসেম্বরের শুরুতেই কলকাতায় আয়োজিত হতে চলেছে স্পোর্ট এক্সপো। ফিট এক্সপো ইন্ডিয়া ২০২৩ এন্ড স্পোর্ট এক্সপো'র উদ্যোগে আগামী মাসের ১ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত মিলন মেলা প্রাঙ্গনে বসছে এই মেলা। যেখানে ক্রিকেট, ফুটবল সহ আয়োজন করা হচ্ছে ৩২ রকমের খেলা।
এখানে খেলার পাশাপাশি খেলার সংক্রান্ত সব রকমের সামগ্রী কিনতে পারবেন দর্শকরা। শুধু তাই নয়, এই মেলায় উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রীড়াবিদ থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরাও।
বুধবার কলকাতার হোটেলে এই নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। তিনি জানান, ক্রীড়া ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলতে চলেছে এই মেলা। বাংলার ক্রীড়াবিদরা বড় সুযোগ পাবেন। সেই সঙ্গে এখানে যাঁরা আসবেন তাঁরাও ক্রীড়াবিদদের থেকে অনুপ্রেরণা পেতে পারেন।
মিলন মেলা প্রাঙ্গণের ৩ লক্ষ স্কোয়ার ফুট এলাকায় বসছে এই মেলা। যেখানে ক্রিকেট, ফুটবল, হকি, লন টেনিসের পাশাপাশি ইন্ডোর গেমসও থাকছে। যার মধ্যে অন্যতম টেবিল টেনিস। এখানে ১০০টি ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন