সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো শ্রীলঙ্কা। তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে শুক্রবার ৬ উইকেটে পর্যুদস্ত করে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে এমআরএফ টায়ার্স আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থান মজবুত করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে পরাস্ত হয়ে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হারিয়েছে দ্বীপরাষ্ট্র।
হ্যামিল্টনে শ্রীলঙ্কাকে ১৫৭ রানে আউট করার পর জবাবে চার উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৮৬ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন উইল ইয়ং। দুটি টেস্ট ম্যাচের দুটিতেই জয় তুলে নেওয়ার পর ওডিআই সিরিজেও ২-০ ব্যবধানে জয় পেয়েছে কিউইরা।
এমআরএফ টায়ার্স আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা আটটি দল সরাসরি সুযোগ পাবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলার। এই হারের পর শ্রীলঙ্কা রয়েছে নবম স্থানে। জিম্বাবোয়েতে জুনে অনুষ্ঠিত বাছাইপর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে তাদের।
হ্যামিল্টনে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাট হেনরি, শিপলে, ডেরিল মিচেলদের দাপটে মাত্র ১৫৭ রানেই অল আউট হয়ে যায় দসুন সনাকারা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন পথুম নিশঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, শিপলে, ডেরিল মিচেল - প্রত্যেককেই তিনটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার দেওয়া সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুতে বড় ধাক্কা খেলেও উইল ইয়ং-এর ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে জয় তুলে নেয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন