জাপান ওপেনে দুর্দান্ত শুরু করলেন ভারতের তারকা শাটলার কিদম্বী শ্রীকান্ত। বিশ্বের চার নম্বর শাটলার লি জি জিয়াকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শ্রীকান্ত। তবে শ্রীকান্তের অনবদ্য জয়ের দিন হতাশ করলেন ভারতের দুই তারকা খেলোয়াড়। বুধবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ী লক্ষ্য সেন বিশ্বচ্যাম্পিয়নশীপের পর জাপান ওপেনেও চূড়ান্ত হতাশ করলেন। অন্যদিকে ভারতের অলিম্পিক্স পদকজয়ী শাটলার সাইনা নেহওয়াল ফের একবার মুখ থুবড়ে পড়লেন।
বিশ্ব চ্যাম্পিয়নশীপের হার ভুলে জাপান ওপেন সুপার ৭৫০-তে ছন্দ খুঁজে নেওয়ার আশায় নেমেছেন শ্রীকান্ত। আর প্রথম রাউন্ডেই দুর্দান্ত পারফরম্যান্স করে চমক দিলেন তিনি। টুর্নামেন্টের পঞ্চম বাছাই লি জি জিয়াকে স্ট্রেট গেমে পরাজিত করলেন। ৩৭ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীকান্তের পক্ষে ম্যাচের ফলাফল ২২-২০, ২৩-২১। এই নিয়ে মোট চার বার এই মালয়েশিয়ান শাটলারের মুখোমুখি হলেন শ্রীকান্ত এবং এই প্রথমবার লি জি জিয়ার বিপক্ষে জয় পেলেন।
শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেও কমনওয়েলথ গেমসে সোনা জয়ী আলমোড়ার তারকা শাটলার লক্ষ্য সেন হতাশ করলেন। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন লক্ষ্য। জাপানের কেন্তো নিশিমোতোর বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে ২১-১৮, ১৪-২১, ১৩-২১ ব্যবধানে হারলেন তিনি।
অন্যদিকে ব্যর্থতার ধারা জারি রেখেছেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল। শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির কাছে প্রথম রাউন্ডে মাত্র ৩০ মিনিটেই ৯-২১, ১৭-২১ ব্যবধানে হারলেন সাইনা।
এছাড়াও পুরুষদের ডাবলসে এম আর অর্জুন এবং ধ্রুব কপিলা জুটিও প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। কোরিয়ার চোই সোল জিউ-কিম ওন হো জুটির কাছে ২১-১৯, ২১-২৩, ১৫-২১ ব্যবধানে হারলেন অর্জুন-কপিলা জুটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন