Srikanth Kidambi: সামনে ইতিহাসের হাতছানি, লক্ষ্য সেনকে হারিয়ে ফাইনালে কিদম্বী শ্রীকান্ত

গতরাতে স্পেনের হুয়েলভাতে অনুষ্ঠিত অল ইন্ডিয়ান সেমিফাইনালে তরুণ প্রতিভা লক্ষ্য সেনকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। সোনা জয়ের লড়াইয়ে শ্রীকান্ত মুখোমুখি হবেন সিঙ্গাপুরের শাটলার কেন ইউ লোহের।
সেমিফাইনালে লক্ষ্য সেন বনাম কিদম্বী শ্রীকান্ত
সেমিফাইনালে লক্ষ্য সেন বনাম কিদম্বী শ্রীকান্তছবি বিডব্লুএফ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

কিদম্বী শ্রীকান্তের সামনে ইতিহাসের হাতছানি। ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে বিডব্লুএফ টুর্নামেন্টের ফাইনালে উঠলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা শ্রীকান্ত। গতরাতে স্পেনের হুয়েলভাতে অনুষ্ঠিত অল ইন্ডিয়ান সেমিফাইনালে তরুণ প্রতিভা লক্ষ্য সেনকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। সোনা জয়ের লড়াইয়ে শ্রীকান্ত মুখোমুখি হবেন সিঙ্গাপুরের শাটলার কেন ইউ লোহের।

লক্ষ্যের বিপক্ষে তিন সেটের হাড্ডা হাড্ডি লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়ে সোনা জয়ের দোরগোড়ায় পৌঁছে যান শ্রীকান্ত। প্রথম সেটে আলমোড়ার ২০ বছর বয়সী তরুণ লক্ষ্য জয় পেলেও শেষ দুই সেটে বাজিমাৎ করেন বিশ্বের প্রাক্তন শীর্ষ তারকা। ১ ঘন্টা ৮ মিনিটের লড়াইয়ে শ্রীকান্তের পক্ষে ফলাফল ১৭-২১, ২১-১৪, ২১-১৭। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও নিজের প্রথম বিশ্বচ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয় তরুণ লক্ষ্যের জন্য কম সাফল্য নয়।

ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশীপের পুরুষ বিভাগে ১৯৮৩ সালে প্রকাশ পাডুকোন ও ২০১৯ সালে সাই প্রণীত ব্রোঞ্জ জেতেন। মহিলাদের বিভাগে ২০১৮ এবং ২০১৯ সালে পিভি সিন্ধু পরপর দুবার ফাইনালে প্রবেশ করেছিলেন। প্রথমবার ফাইনালে হারলেও দ্বিতীয়বার তিনি দেশকে সোনা এনে দেন। তবে কোনো পুরুষ ভারতীয় শাটলার দেশকে এই ইভেন্ট থেকে রূপো কিংবা সোনা এনে দিতে পারেননি। কিদম্বী শ্রীকান্ত নিশ্চিত করে ফেলেছেন রূপো। এবার সোনা জিতে ইতিহাস রচনা করার দোরগোড়ায় তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in