FIFA World Cup 22: বিদায় 'স্টেডিয়াম ৯৭৪' - বিশ্বকাপ শেষেই ভেঙে ফেলা হবে এই স্টেডিয়াম! কিন্তু কেন?

কাতারের তরফ থেকে জানানো হচ্ছে, এত বড়ো ও অত্যাধুনিক স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের জন্য বিশাল পরিমাণ অর্থ প্রয়োজন। তাছাড়া এত বড়ো টুর্নামেন্ট ভবিষ্যতে আবার আয়োজন করা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই।
স্টেডিয়াম ৯৭৪
স্টেডিয়াম ৯৭৪ছবি সৌজন্যে - ফিফার ওয়েবসাইট
Published on

বিদায় ‘স্টেডিয়াম ৯৭৪’। কাতারের বুকে গড়ে ওঠা এই অত্যাধুনিক স্টেডিয়ামকে আর দেখা যাবে না। বিশ্বকাপ শেষেই ভেঙে ফেলা হবে ৯৭৪টি শিপিং কন্টেইনার সুসজ্জিত স্টেডিয়ামটি। কিন্তু কী কারণে ভাঙা হবে? দেখা যাক।

একসাথে ৪০ হাজার দর্শক বিশ্বকাপের সাত সাতটি ম্যাচ উপভোগ করেছিলেন এই স্টেডিয়ামেই বসে। ৫ ডিসেম্বর স্টেডিয়ামের শেষ ম্যাচ। কাতারের তরফ থেকে জানানো হচ্ছে, বিশ্বকাপ শেষ হলেই সমস্ত অংশ ধীরে ধীরে খুলে ফেলা হবে। মডিউলার স্টিলের অংশগুলি থেকে শুরু করে শিপিং কন্টেইনার সবই অপেক্ষাকৃত আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য পাঠানো হবে।

পাশাপাশি ‘স্টেডিয়াম ৯৭৪’ ভেঙে ফেলার জন্য যাতে দূষণ না হয় সেইদিকেও লক্ষ্য রাখবে কাতার প্রশাসন। তারা আরও জানিয়েছে, এত বড়ো ও অত্যাধুনিক স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের জন্য বিশাল পরিমাণ অর্থ প্রয়োজন। তাছাড়া এত বড়ো টুর্নামেন্ট ভবিষ্যতে আবার আয়োজন করা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সবদিক বিবেচনা করেই অস্থায়ীভাবে তৈরি করা হয় এই স্টেডিয়ামটি। যাতে সহজেই ভেঙে ফেলা যায়।

স্টেডিয়ামের ডিজাইন বানিয়েছে ফেনউইক ইরিবারেন আর্কিটেক্ট। সেন্ট্রাল দোহা থেকে ১০ কিমি দূরে অবস্থিত স্টেডিয়াম ৯৭৪। অনেকে বলেন কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড ৯৭৪। তাই জন্য এই নাম। তবে নির্মাণকারীদের বক্তব্য, ৯৭৪টি শিপিং কন্টেইনার লেগেছে স্টেডিয়াম বানাতে। তাই জন্যই নাম দেওয়া হয় ‘স্টেডিয়াম ৯৭৪’। কাতারের আন্তর্জাতিক ব্যবসার প্রতীক স্টেডিয়াম ৯৭৪। দেখতে অনেকটা বাচ্চাদের বিল্ডিং ব্লকের মতো।

স্টেডিয়াম ৯৭৪
FIFA World Cup 22: চল্লিশ বছর পর বিশ্বকাপে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, পরিসংখ্যানে এগিয়ে কোন দেশ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in