রোলাঁ গারোর ফাইনালে এখনও পর্যন্ত হারের মুখ দেখেননি রাফায়েল নাদাল। ১৪ বার ফাইনালে উঠে ১৪ বারই শিরোপা জিতেছেন স্প্যানিশ মহাতারকা। বারবার প্রমাণ করেছেন লাল মাটির কোর্টে তিনিই রাজা। গতকাল নরওয়ের ক্যাসপের রুডকে স্ট্রেট সেটে হারিয়ে ১৪ তম ফরাসী ওপেন জিতেছেন 'স্প্যানিশ বুল'। খেলার ফলাফল রাফার পক্ষে ছিলো ৬-৩, ৬-৩, ৬-০। কয়েক মাস আগে পাঁজরের চোট কাটিয়ে ওঠার পর আড়াই সপ্তাহ আগে ফের বাঁ পায়ের চোট পেয়েছিলেন নাদাল। চোটে জর্জরিত নাদালের রোলাঁ গারোর পারফর্ম্যান্স দেখে মুগ্ধ টেনিস বিশ্ব। ফরাসী ওপেন জয়ের পর এটিপি র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে চার নম্বর স্থানও পেয়ে গেলেন রাফা।
চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষদের সিঙ্গলসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছিলেন নাদাল। ২১ টি মেজর জিতে পেছনে ফেলেছিলেন দুই চিরপ্রতিদন্দ্বী রজার ফেডেরার এবং নোভাক জকোভিচকে। এবার ২২ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেডেক্স-জোকারকে পেছনে ফেলে আরও একটু এগিয়ে গেলেন নাদাল।
রাফার ১৪ তম ফরাসী ওপেন জয়ের পর তাঁকে প্রশংসায় ভরিয়েছেন একাধিক মানুষ। তাঁদের মধ্যে একজন হলেন প্রাক্তন টেনিস তারকা এবং রজার ফেডেরারের কোচ ইভান লুবিচিচ। তিনি সাফ জানিয়েছেন, রাফার নামে রোলাঁ গারোর সেন্টার কোর্ট নামাঙ্কিত হোক। বর্তমানে এই কোর্ট নামাঙ্কিত রয়েছে ফিলিপ শাত্রিয়ার নামে।
ট্যুইটে লুবিচিচ লেখেন, "অনেক টেনিস খেলোয়াড়ই ১৪ বছর ফরসী ওপেন খেলতে পারেননি। আর রাফা জিতেছেন ১৪ তম ফরাসী ওপেন খেতাব। এই কীর্তিকে ব্যখ্যা করার ভাষা নেই। আমার মনে হয় ওল্ড ফিলিপও কিছু মনে করবেন না যদি তাঁর কোর্টের নাম নাদালের নামে রাখা হয়। রাফার মূর্তি রয়েছে ঠিকই, কিন্তু তাও যথেষ্ট নয়।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন