ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ। ৩১১ বলে ২০০* রানে অপরাজিত রইলেন তিনি। পার্থে এদিন শতরান করার সাথে সাথেই কিংবদন্তী ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করে ফেললেন স্মিথ। একইসঙ্গে টপকে গেলেন মাইকেল ক্লার্ক, হাসিম আমলা ও জো রুটকে।
এদিন কেরিয়ারের ২৯ তম টেস্ট শতরান করলেন স্টিভ স্মিথ।সবথেকে বেশি টেস্ট শতরান করা অজি ক্রিকেটারদের মধ্যে যুগ্মভাবে চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। একাসনে বসলেন ডন ব্র্যাডম্যানের। ব্র্যাডম্যান ৫২টি টেস্টের ৮০ ইনিংসে ২৯টি সেঞ্চুরি করেছেন। স্মিথ ৮৮টি টেস্টের ১৫৫ ইনিংসে ২৯ নম্বর শতরান করলেন।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে স্টিভ স্মিথের সামনে রয়েছে রিকি পন্টিং, স্টিভ ওয়া এবং ম্যাথু হেডেন। পন্টিং করেছেন ৪১ টি শতরান। ওয়ার দখলে রয়েছে ৩২ টি শতরান এবং ম্যাথু হেডেনের রয়েছে ৩০ টি শতরান। স্মিথ আর একটি শতরান করলেই ব্র্যাডম্যানকে ছাপিয়ে হেডেনকে স্পর্শ করবেন।
ব্র্যাডম্যানকে স্পর্শ করে স্মিথ এদিন টপকে যান ক্লার্ক, আমলা ও রুটের ২৮টি করে টেস্ট সেঞ্চুরি করার নজির। সার্বিকভাবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় ১৫ নম্বর স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর সামনে রয়েছেন শচীন তেন্ডুলকর(৫১), জ্যাক ক্যালিস(৪৫), রিকি পন্টিং(৪১), কুমার সাঙ্গাকারা(৩৮), রাহুল দ্রাবিড়(৩৬), ইউনিস খান(৩৪), সুনীল গাভাসকর(৩৪), ব্রায়ান লারা(৩৪), মহেলা জয়াবর্ধনে(৩৪), অ্যালেস্টার কুক(৩৩) , স্টিভ ওয়া(৩২) এবং ম্যাথু হেডেন(৩০) ও চন্দ্রপল (৩০)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন