ফুটবল বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ২৬ জনের দল ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। কিন্তু সেই স্কোয়াডে আইএসএল-র দুই ফাইনালিস্টের কোনও প্লেয়ারই নেই। তবে যেহেতু এটি প্রাথমিক স্কোয়াড তাই ভবিষ্যতে চাইলেই প্লেয়ার পরিবর্তন করতে পারেন স্টিমাচ।
শনিবার আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি। তবে স্টিমাচের তালিকায় ভারতের অন্যতম দুই সেরা ক্লাবের প্লেয়ারই নেই। যা দেখে অনেকেই অবাক হয়েছেন। ২৬ জনকে নিয়ে আগামী ১০ মে থেকে প্রস্তুতি শিবির শুরু হবে। প্রায় ১ মাস চলবে এই শিবির। এর আগের ম্যাচগুলিতে মোহনবাগান এবং মুম্বইয়ের একাধিক ফুটবলার ছিলেন। যাঁরা কুয়েত, আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছেন। কিন্তু কোন কারণে এই দুই ক্লাবের প্লেয়ারদের এবার বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।
স্টিমাচের তালিকায় একাধিক তরুণ মুখ সুযোগ পেয়েছেন। আইলিগ থেকেও একাধিক প্লেয়ারকে বেছে নিয়েছেন তিনি। কোচের পছন্দ হলেই জাতীয় দলের হয়ে আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের এবং ১১ জুন দোহাতে কাতারের বিরুদ্ধে খেলবেন তাঁরা।
ভারতের প্রাথমিক দল:
গোলরক্ষক - অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু।
ডিফেন্ডার - নিখিল পুজারি, অময় গণেশ রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মহম্মদ হাম্মাদ (রিয়েল কাশ্মীর) , নরেন্দ্র গেহলট, এবং রোশন সিং।
মিডফিল্ডার - ব্রেন্ডন ফার্নান্দেজ, এডমুন্ড লালরিন্ডিকা (ইন্টার কাশী), ইমরান খান, ইশাক ভানলালরুয়াতফেলা, নন্দকুমার, রাহুল কান্নোলি, সুরেশ সিং, ভিবিন মোহনন, জিকসন সিং, নাওরেম মহেশ এবং মহম্মদ ইয়াসির।
ফরোয়ার্ড - সুনীল ছেত্রী, পার্থিব গগৈ, ডেভিড (মহামেডান স্পোর্টিং ক্লাব), জিতীন মাদাথিল, লালরিনজুয়ালা (আইজল এফসি) এবং রহিম আলি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন