ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচেই জয় পেল ভারত। শুক্রবার ভুবনেশ্বরে মঙ্গোলিয়াকে ২-০-য় হারিয়ে চতুর্দেশীয় টুর্নামেন্ট শুরু করল বিশ্বের ১০১ নম্বর ফুটবল খেলিয়ে দেশ। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই এ দিন দু’গোলে এগিয়ে যায় ভারত। সেই দু’গোলের পর একাধিক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেননি সুনীল ছেত্রীরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই কেরালা ব্লাস্টার্সের সাহাল আব্দুল সামাদের গোলে এগিয়ে যায় ভারত। ১৫ মিনিটের মাথায় গত হিরো আইএসএলের সেরা ফুটবলার লালিয়ানজুয়ালা ছাঙতে ব্যবধান বাড়ান। তবুও জিতে খুশি নয় টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিমাচ।
এদিন ম্যাচের শেষে স্টিমাচ জানান - 'আমি আমাদের খেলায় খুশি। তবে কিছু ভুল তো হয়েছে নিশ্চই। ফুটবলে সেটা হয়। শুধরে নিতে হবে। বল পাস করা, সুযোগ তৈরি করা এবং গোল করা, সব মিলিয়ে ছেলেরা ভালো পারফরমেন্স করেছে। তবে আমি একটু দুঃখিত কারণ আমরা গোলের অনেক সুযোগ তৈরি করেও নষ্ট করেছি। সেগুলো মেটাতে হবে। তবে অস্বীকার করার উপায় নেই মঙ্গোলিয়ার রক্ষণ খুবই ভালো। মাঝারি প্রেসিংয়ে তারা ভালো খেলেছে তবে হাই প্রেসিংয়ে তারা আমাদের সাথে পেড়ে ওঠেনি।'
তিনি আরও বলেন - 'আমাদের আপুইয়া এবং থাপার মতো দুজন দুর্ধর্ষ ফুটবলার রয়েছেন। আমরা জানি যে আমাদের দুই প্রান্ত থেকে অনেক ক্রস আসবে তাই হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা আর গোল পাইনি। পরের ম্যাচে বেশি গোলে জিততে চাই।' আগামী সোমবার পরের ম্যাচে ভানুআটুর বিরুদ্ধে নামবে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন