যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। কড়া আইন দরকার।
একটি সুগন্ধির বিজ্ঞাপনী প্রচারে এসেছিলেন সৌরভ গাঙ্গুলি। সাধারণত সমস্ত বিতর্ক এড়িয়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু শুক্রবার তিনি বলেন, "খুবই দুর্ভাগ্যের ঘটনা। বড়ো ক্ষতি। কোথায় কীভাবে কারা করেছে এইসব বিষয়ে আমি কিছু জানি না। এটা অত্যন্ত অবাক করার মতো ঘটনা৷ এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কড়া আইন থাকা দরকার৷ কড়া আইন থাকতেই হবে৷ এগুলো পড়াশোনা করার জায়গা৷ এখানে বাচ্চারা পড়তে আসে। সেটাই ফোকাস হওয়া উচিত।"
যাদবপুর ইস্যু ছাড়াও সৌরভ ২০২৩ বিশ্বকাপ নিয়ে জানান, "বিশ্বকাপে আমার মনে হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান আর নিউজিল্যান্ড এরাই ফেভারিট। তবে ক্রিকেট বিশ্বকাপ অনিশ্চয়তার খেলা।'
সৌরভ আরও বলেন, ঋষভ পন্থ তো অন্যতম সেরা উইকেটকিপার। কিন্তু কিছু করার নেই। তাঁকে পাওয়া যাবে না। আমার ঈশান কিষানকে খুবই ভালো লাগছে। যে কোনো জায়গায় ব্যাট করতে পারে।'
পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, "বিরাট কোহলিকে ছোট ফরম্যাটে অনেকে বিশ্রামের পরামর্শ দিচ্ছেন। কিন্তু ওর যতদিন ইচ্ছা খেলবে। বিরাট কোহলির মতো প্লেয়ার ভারতে নেই। রবিচন্দ্রন অশ্বিন ২০১১ বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের হয়ে জিতেছে। ও যা অর্জন করেছে অনেকে অর্জন করেনি। জানিনা রাহুল দ্রাবিড় এবং রোহিত ওকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন