যুবরাজ সিং ৬ বলে ৬ টি ছক্কা হাঁকিয়েছিলেন তাঁকে। তবে তিনি থেমে যাননি। লাল বলের ক্রিকেটকে সাধনা হিসেবে বেছে নিয়েছিলেন। ইংল্যান্ডের পেস বিভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছেন ধীরে ধীরে।
এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে জসপ্রীত বুমরাহকে এক ওভারে দিয়ে বসলেন ৩৫ রান। যা কিনা তাঁর টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল ওভার। তবে এসব ছাড়িয়ে একইদিনে বড় মাইলফলক স্পর্শ করলেন স্টুয়ার্ট ব্রড। মাত্র তৃতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন।
৫৪৯ টি ব্যক্তিগত টেস্ট উইকেট নিয়ে এজবাস্টন টেস্ট খেলতে নেমেছিলেন ব্রড। তবে প্রথম দিন ১৫ ওভার বল করেও উইকেট পাননি। দ্বিতীয় দিনে নিজের স্পেলের প্রথম ওভারেই ফেরান মহম্মদ শামিকে। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে ৫৫০ উইকেটের মালিক হয়ে যান তিনি।
পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ব্রডের সতীর্থ জিমি অ্যান্ডরসন। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে অ্যান্ডরসনের টেস্ট উইকেটের সংখ্যা ৬৫৬ টি। ৫৬৩ টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অজি তারকা গ্লেন ম্যাকগ্রাথ।
টেস্ট ক্রিকেটে সার্বিকভাবে সর্বোচ্চ উইকেটের মালিক মুথাইয়া মুরলিধরন। ৮০০ টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন অজি কিংবদন্তী শেন ওয়ার্ন। ওয়ার্নের ঝুলিতে রয়েছে ৭০৮ টি উইকেট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন