AFC Cup: হায়দরাবাদ ম্যাচ জিতে মরশুম শেষ করতে মরিয়া শুভাশিস বোস, আশিক কুরুনিয়ানরা

বুধবার সন্ধ্যা ৭টায় কেরালার ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান এবং হায়দরাবাদ এফসি।
হায়দরাবাদকে হারাতে মরিয়া মোহনবাগান
হায়দরাবাদকে হারাতে মরিয়া মোহনবাগানছবি - এটিকে মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

শেষ হাঁসি হাঁসবে কোন দল? এই একটাই প্রশ্ন ঘুরছে এটিকে মোহনবাগান এবং হায়দরাবাদ এফসির কোচের মাথায়। সুপার কাপের ব্যর্থতা ভুলে এএফসির বাছাই পর্বের ম্যাচ জিততে মরিয়া আশিক, শুভাশিসরা।

বুধবার সন্ধ্যা ৭টায় কেরালার ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান এবং হায়দরাবাদ এফসি। গোলকিপার সমস্যা থাকলেও চোখে চোখ রেখে ৯০ মিনিট লড়াইয়ের বার্তা দিয়েছেন হায়দরাবাদ এফসির কোচ। আবার চলতি মরশুমের শেষটা স্মরণীয় করে রাখতে চান বাগান ফুটবলাররা।

দলের তারকা প্লেয়ার দিমিত্রি পেত্রাতোস বলেন, মরশুমের এটাই শেষ ম্যাচ। যেকোনো মূল্যে আমরা ম্যাচটা জিততে চাই। ম্যাচ জিতে ২-৩ মাস আনন্দে ছুটি কাটাবো। তারপর আবার নতুন মরশুমের প্রস্তুতির জন্য মাঠে নামতে হবে।

পাশাপাশি তিনি বলেন, হায়দরাবাদ বেশ শক্তিশালী দল। ওরা লিগ টেবিলে দু’নম্বরে ছিল। ওদের বিরুদ্ধে জেতা, হারা দু’রকম অভিজ্ঞতাই রয়েছে। জেতার জন্য আমরা মাঠে ১০০ শতাংশ দেবো।

দলের অন্য তারকা তথা কেরালার ঘরের ছেলে আশিক কুরুনিয়ান বলেন, "আশা করেছিলাম, সুপার কাপের ফাইনালটা ঘরের মাঠে খেলব। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু এবার আর সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই ম্যাচটা জিততে পারলে আমরা এশিয়ার সেরা ক্লাবগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাব। যা সত্যিই গর্বের বিষয়"।

দলের তারকা ডিফেন্ডার শুভাশিস বোস বলেন, "সুপার কাপের ব্যর্থতার প্রভাব এই ম্যাচে কোনোভাবেই পড়বে না। আমরা প্রথম থেকেই এএফসি টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে আসছি। গতবারও আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। এখন একটাই লক্ষ্য ম্যাচ জেতা।

হায়দরাবাদকে হারাতে মরিয়া মোহনবাগান
রক্ষণভাগ মজবুত করতে এই ২ ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে চাইছে মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in