Subrata Paul: বর্ণময় কেরিয়ারের ইতি, ফুটবল থেকে অবসর নিলেন ভারতের 'স্পাইডারম্যান' সুব্রত পাল

People's Reporter: শুক্রবার ফেডারেশনের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, 'ধন্যবাদ স্পাইডারম্যান। ব্লু টাইগার্সের সুব্রত পাল আজ তাঁর গ্লাভসজোড়া তুলে রাখলেন'।
ফুটবল থেকে অবসর নিলেন সুব্রত পাল
ফুটবল থেকে অবসর নিলেন সুব্রত পালছবি - সংগৃহীত
Published on

ভারতীয় ফুটবলের একটা যুগের অবসান। অবসর নিলেন গোলরক্ষক সুব্রত পাল। বাইচুং ভুটিয়া থেকে সুনীল ছেত্রী সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। বেশ কিছু বছর বয়সের কারণে ভারতীয় দলে সুযোগ আসছিলো না ভারতীয় ফুটবলের 'স্পাইডারম্যানে'র।

শুক্রবার ফেডারেশনের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, 'ধন্যবাদ স্পাইডারম্যান। ব্লু টাইগার্সের সুব্রত পাল আজ তাঁর গ্লাভসজোড়া তুলে রাখলেন'। সোদপুরের সুব্রত পাল ভারতের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে খেলেছেন। অনূর্ধ্ব-২৩ থেকে শুরু করে সিনিয়র দলেও তিনি ছাপ রেখেছিলেন। ২০০৭ সালে নেহেরু কাপ, ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ, ২০০৯ সালের নেহেরু কাপ, ২০১১ সালের এএফসি এশিয়ান কাপ, ২০১৪ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং ২০১৮ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারে দেশের হয়ে খেলেছিলেন সুব্রত।

জাতীয় দলের হয়ে মোট ৬৭টি ম্যাচ খেলেছেন সুব্রত। আইলিগ, আইএসএলেও খেলেছেন সুব্রত পাল। ২০২১-২২ মরসুমে শেষ বার ইস্টবেঙ্গল থেকে সুব্রত পালকে লোনে নিয়েছিল এটিকে মোহনবাগান। তবে ক্লাব কেরিয়ারে মোহনবাগান থেকেই উত্থান হয় সুব্রত পালের। তারপর আর ফিরে তাকাতে হয়নি ভারতের 'স্পাইডারম্যান'কে।

উজ্জ্বল কেরিয়ারের মধ্যেও ২০০৫ সালটা হয়তো ভুলতে চাইলেও ভুলতে পারবেন না এই বাঙালি তারকা। সেই বছর গোয়ায় ফেডারেশন কাপ খেলার সময় মারা গিয়েছিলেন ডেম্পোর ব্রাজিলিয়ান ফুটবলার জুনিয়র। ওই ম্যাচে মোহনবাগানের কিপার সুব্রতর সঙ্গে বল দখলের সংঘর্ষে মাটিতে পড়ে মারা যান জুনিয়র।

অবসরের পরে সুব্রত কী করবেন তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে কমেন্ট্রির সঙ্গে সঙ্গে নিজের অ্যাকাডেমির দিকে বেশি নজর দিতে পারেন তিনি।

ফুটবল থেকে অবসর নিলেন সুব্রত পাল
Santos FC: ১১১ বছরে এই প্রথম অবনমন নেইমার, পেলের পুরনো ক্লাব স্যান্টোসের, ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা
ফুটবল থেকে অবসর নিলেন সুব্রত পাল
S Sreesanth: গম্ভীরের করা 'ফিক্সার' মন্তব্যের জবাব দিতেই আইনি নোটিশ পেলেন শ্রীসন্থ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in