দ্বিতীয় রাউন্ডে চীনের শাং জুনচেং-র কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন ভারতের সুমিত নাগাল। প্রথম সেট জিতলেও পরের তিনটি সেটে পর পর হেরে যান ভারতীয় এই টেনিস প্লেয়ার।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন সুমিত ও শাং জুনচেং। ভারতীয় টেনিস প্লেয়ার প্রথম সেট জেতেন ৬-২ ব্যবধানে। কিন্তু সেই জয় ধরে রাখতে পারেননি তিনি। পরের ৩টি সেট ৩-৬, ৫-৭ এবং ৪-৬ ব্যবধানে হেরে যান সুমিত।
বিশ্বের ১৩৯ তম স্থানাধিকারী সুমিতই প্রথম রাউন্ডে বিশ্বের ২৭ নম্বরে থাকা আলেক্সান্দারকে ৬-৪, ৬-২ ও ৭-৬ (৭-৫) গেমে পরাস্ত করেছিলেন। ম্যাচ চলেছিল ২ ঘণ্টা ৩৮ মিনিট ধরে। এর আগে ১৯৮৯ সালে রমেশ কৃষ্ণান ম্যাটস ভিলান্ডারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। বিগত ৩৫ বছরে এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারতীয় টেনিস খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে কোনও বাছাই খেলোয়াড়কে পরাজিত করে ভারতীয়দের মনে আশা জাগিয়েছিলেন।
অন্যদিকে, ইটালির লোরেঞ্জো সোনেগোকে দ্বিতীয় রাউন্ডে পরাজিত করলেন কার্লোস আলকারাজ। ৬-৪, ৬-৭, ৬-৩ এবং ৭-৬ গেমে ম্যাচ জিতে নেন ২০ বছর বয়সী আলকারাজ। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন চীনের শাং জুনচেং-র। সুমিত জিতলে মুখোমুখি হতেন আলকারাজের। কিন্তু সেটা সম্ভব হলো না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন