ভারতীয় ফুটবলে 'সুনীল' যুগের অবসান হতে চলেছে। বৃহস্পতিবার জাতীয় দল থেকে নিজের অবসরের ঘোষণা করেন সুনীল ছেত্রী নিজেই। আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি।
বিশ্ব ফুটবলে ভারতীয় ফুটবল দল বলতে অনেকেই চেনে সুনীল ছেত্রীকে। ২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক করার পর ১৫০টি ম্যাচ খেলেছেন সুনীল। গোল করেছেন ৯৪টি। জাতীয় দলের খেলতে থাকা প্লেয়ারদের মধ্যে রোনাল্ডো, মেসির পরেই আছেন তিনি। প্রতিটি ফুটবলপ্রেমীর আইকন সুনীল ছেত্রী। সেই সুনীল এবার অবসর নিতে চলেছেন।
আজ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, 'গত ১৯ বছর ধরে যে সময়টা কাটিয়েছি তা সত্যিই অসাধারণ। ব্যক্তিগতভাবে আমি কোনোদিন ভাবিইনি যে দেশের হয়ে এতো ম্যাচ খেলে ফেলবো। সে ভালো হোক বা খারাপ। গত দেড় মাস কেমন একটা অদ্ভূত লাগছিল। আমি বুঝতে পারছিলাম পরের ম্যাচটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে'।
তিনি আরও বলেন, 'যেদিন জার্সিটা হাতে পেয়েছিলাম সেদিন একটু সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানিনা কেন। ওই দিনটাই একটা আলাদা অনুভূতি ছিল। অভিষেক ম্যাচেই গোল পাওয়া। তারপর ৮০ মিনিটে গোল খাওয়া সবই মনে পড়ে'।
দেশের পাশাপাশি ভারতের বিভিন্ন ক্লাবেও দাপটের সাথে খেলেছেন সুনীল ছেত্রী। মোহনবাগানের হয়ে ক্লাব ফুটবলে উত্থান হয় সুনীলের। ২০০২-২০০৫ সালে বাগানে খেলেন তিনি। ২০০৫-২০০৮ পর্যন্ত ছিলেন জেসিটিতে। ২০০৮-০৯ পর্যন্ত খেলেন ইস্টবেঙ্গলে। ২০০৯-১০ সালে খেলেন ডেম্পোর জার্সি গায়ে। ২০১১ সালে খেলেন চিরাগ ইউনাইটেডের হয়ে। তারপর ফের ফিরে আসেন সবুজ মেরুনে। ২০১১-১২ পর্যন্ত বাগানের হয় ১৪টি ম্যাচ খেলেন। গোল করেন ৮টি।
২০১২-১৩ মরসুমে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি বি-র হয়ে ৩টি ম্যাচ খেলেছিলেন সুনীল। ২০১৩ তে লোনে চার্চিল ব্রাদার্সে আসেন তিনি। ২০১৩-১৫ সালে বেঙ্গালুরর হয়ে ৪৩টি ম্যাচ খেলেন সুনীল। ২০১৫-১৬ সালে খেলেন মুম্বই সিটির হয়ে। ২০১৬-র পর থেকে সুনীল খেলছেন বেঙ্গালুরুর হয়ে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন