৯০ গোলের মালিক সুনীল, সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় চতুর্থ স্থানে ভারত অধিনায়ক

দেশের জার্সিতে সুনীল ১৩৮টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৯০ টি। যেভাবে তিনি চলেছেন, তাতে হয়তো খুব শীঘ্রই গোলের সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাস গড়বেন।
সুনীল ছেত্রী
সুনীল ছেত্রীছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

দেশের জার্সিতে গোলের বন্যা বইয়ে চলেছেন সুনীল ছেত্রী। ইন্টার কন্টিনেন্টাল কাপে করেছিলেন তিন গোল। আর গতকাল সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। সবমিলিয়ে সুনীলের আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়ালো ৯০। সার্বিকভাবে সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল স্কোরারের তালিকায় ব্লু টাইগার্সদের অধিনায়ক উঠে এলেন চতুর্থ স্থানে। তাঁর সামনে এখন কেবল লিওনেল মেসি, আলি দাই এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বুধবার পাকিস্তানের বিপক্ষে খেলা শুরুর ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সুনীল। চার মিনিট বাদে ফের পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আবারও পেনাল্টি পায় ভারত। গোল করেন সুনীল। এই গোলের সাথে সাথেই ছেত্রী টপকে যান মালয়েশিয়ার মোখতার দাহারিকে। ১৪২টি ম্যাচে দাহারির গোলসংখ্যা ৮৯।

দেশের জার্সিতে সুনীল ১৩৮টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৯০ টি। যেভাবে তিনি চলেছেন, তাতে হয়তো খুব শীঘ্রই গোলের সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাস গড়বেন। সেই দিনের অপেক্ষায় গোটা ভারতবাসী। সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের ম্যাচে আগামী ২৪ জুন নেপাল এবং ২৭ জুন কুয়েতের বিপক্ষে খেলবে ভারতীয় দল। এই দুই ম্যাচে সুনীল তাঁর গোলসংখ্যা আরও বাড়িয়ে নিতে পারেন।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে গিনেস বুকে নাম তুলেছেন রোনাল্ডো। ২০০টি ম্যাচ থেকে পর্তুগিজ যুবরাজের গোলসংখ্যা ১২৩। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের আলি দাই। ১৯৯৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মোট ১৪৮টি ম্যাচ খেলে ইরানের জার্সিতে ১০৯টি গোল করেছেন তিনি। অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ১৭৫ ম্যাচে ১০৩ গোল করে, রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। আর মেসির ঠিক পরেই রয়েছেন সুনীল ছেত্রী।

সুনীল ছেত্রী
Mohun Bagan: মার্টিনেজকে দেখতে যাবেন? টিকিটের মূল্য কত জানেন?
সুনীল ছেত্রী
Cristiano Ronaldo: রোনাল্ডোর ২০০! রেকর্ড গড়া ম্যাচে পর্তুগালের ত্রাতার ভূমিকায় CR7

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in