Indian Football Team: এশিয়ান গেমসে অনিশ্চিত সুনীলরা! তাহলে কি ভুল তথ্য দিয়েছিলেন কল্যাণ চৌবে?

কল্যাণ চৌবে বলেন, 'যখন কেন্দ্রের কাছে দল পাঠানোর আবেদন করেছিলাম তখন আয়োজকদের কাছে ২২ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকায় সুনীলের নাম ছিল না জানতাম না'।
সুনীল ছেত্রী
সুনীল ছেত্রীছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলে অনিশ্চিত সুনীলদের যাওয়া। শুক্রবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন সুনীলের যাওয়া নিশ্চিত। তাহলে কি ভুল তথ্য দিয়েছিলেন ফেডারেশন সভাপতি?

এশিয়ান গেমসে সুনীলদের খেলা নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। নিয়ম অনুসারে এশিয়ান গেমসে অনূর্ধ্ব ২৩ দলের মধ্যে তিনজন সিনিয়র দলের প্লেয়ার খেলতে পারেন। কল্যাণ চৌবে জানিয়েছিলেন সুনীল ছেত্রী ছাড়া বাকি দু'জন গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গান যাবেন। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে সুনীল ছেত্রীর নামই নাকি তালিকায় নেই।

বিষয়টি বিস্তারিত জানিয়েছেন কল্যাণ চৌবে। তিনি বলেন, 'যখন কেন্দ্রের কাছে দল পাঠানোর আবেদন করেছিলাম তখন আয়োজকদের কাছে ২২ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকায় সুনীলের নাম ছিল না জানতাম না। তাই আমি গতকাল বলেছিলাম সুনীলের নেতৃত্বে ভারতীয় দল খেলতে যাবে'।

তিনি আরও বলেন, 'বিষয়টি জানার পরেই আমি সুনীলদের নাম পাঠানোর আবেদন জানিয়েছি। ইতিমধ্যেই আয়োজকদের কাছে সুনীল, গুরপ্রীত ও সন্দেশের নাম পাঠানো হয়েছে। তাঁদের সম্মতির জন্য অপেক্ষা করছি। আমি চাই সুনীল খেলুক। ও থাকলে ছেলেরা বাড়তি অক্সিজেন পাবে। ওদের মধ্যে লড়াই করার জেদ আরও বেড়ে যাবে'।

প্রসঙ্গত, কল্যাণ চৌবে বলেছিলেন, ‘দুই বিভাগেই আমরা সেরা দল পাঠাবো। এর সাথে ভারতের সম্মান জড়িয়ে আছে। সুনীল যাচ্ছে এটা চূড়ান্ত। এশিয়ান কাপের জন্যও কিছুটা প্রস্তুতি হয়ে যাবে। আশা করি আমরা ভালো ফল করবো’

সুনীল ছেত্রী
Juventus: জুভেন্টাসের ওপর ১ বছরের নিষেধাজ্ঞা জারি উয়েফার, জরিমানা চেলসিরও
সুনীল ছেত্রী
'প্যাশন নয়, টাকার জন্য সৌদি লিগে' - রোনাল্ডোকে কটাক্ষ প্রাক্তন ম্যান ইউ তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in