হাঙ্গেরির কিংবদন্তী ফুটবলার পুসকাসের রেকর্ড স্পর্শ করলেন সুনীল ছেত্রী। যুবভারতীতে হংকং-এর বিরুদ্ধে গোল করে সেই রেকর্ড ছুঁলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাই রাউন্ডে নামে ভারতীয় ফুটবল দল। সেখানেই এই নজির গড়লেন অধিনায়ক সুনীল। ফিফা র্যাঙ্কিং-এ ১৪৭ নম্বর স্থানে থাকা হংকংকে ৪-০ গোলে কার্যত উড়িয়ে দিল সুনীল ব্রিগেড। ম্যাচের ৪৫ মিনিটে দেশের হয়ে নিজের ৮৪ তম গোল করলেন ভারতীয় অধিনায়ক। হাঙ্গেরির কিংবদন্তী ফেরেন্তস পুসকাস ৮৫ ম্যাচে ৮৪ গোল করেছিলেন। সুনীলের এদিন ১২৯তম ম্যাচ ছিল দেশের জার্সিতে। ৩৭ বছরেও দেশের জার্সিতে অনন্য রেকর্ডে মুগ্ধ ফুটবল প্রেমীরা।
বর্তমানে দেশের হয়ে সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৮৯ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১১৭। সেই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইরানের আলি দাই। ১৪৯ ম্যাচে তিনি করেছেন ১০৯ গোল। মালয়েশিয়ান তারকা মোক্তার দাহারি ১৪২ ম্যাচে ৮৬ গোল করে তিন নম্বরে আছেন। ঠিক পরেই ১৬২ ম্যাচে ৮৫ গোল করে চতুর্থ স্থানে নাম রয়েছে আর্জেন্টিনীয় সুপারস্টার লিওনেল মেসির। পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় ফুটবলের তারকা সুনীল ছেত্রী। পরিসংখ্যান অনুযায়ী মেসির থেকেও ভালো জায়গায় আছেন ভারতীয় অধিনায়ক। মেসির (০.৫৩) থেকে ম্যাচপিছু গোলের পরিসংখ্যান অনুযায়ী (০.৬৫) এগিয়ে আছেন সুনীল।
এদিনের ম্যাচে সুনীল ছাড়াও গোল করেন আনোয়ার আলি। খেলা শুরুর ২ মিনিটের মাথায় বিপক্ষের জালে বল জড়িয়ে দেশকে এগিয়ে দেন তিনি। ৪৫ মিনিটে গোল করেন সুনীল ছেত্রী। তৃতীয় গোলটি আসে মনবীরের পা থেকে। অতিরিক্ত সময়ে চতুর্থ গোল করেন ইশান পণ্ডিতা। দেশের হয়ে নিজের প্রথম গোল করলেন তিনি। এদিন সুনীলের রেকর্ডের পাশাপাশি ভারতীয় ফুটবল দল প্রায় ২৯ বছর পর হংকংকে হারালো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন