Sunil Chhetri: অবসরের পরেই ইউরোতে সুনীল! বিশেষ ভূমিকায় দেখা যাবে ভারতীয় আইকনকে

People's Reporter: আগামী ১৫ জুন থেকে ১৪ জুলাই ২৪টি দেশ নিয়ে জার্মানিতে শুরু হচ্ছে ইউরো।
সুনীল ছেত্রী
সুনীল ছেত্রীছবি - সুনীল ছেত্রীর ফেসবুক পেজ
Published on

সদ্য ফুটবল থেকে অবসর নিয়েছেন ভারতীয় ফুটবল আইকন সুনীল ছেত্রী। অবসরের পরে সুনীল কী করবেন সেটা নিয়ে সকলের আগ্রহ রয়েছে। তবে আপাতত কমেন্ট্রিতে মাতবেন সুনীল।

আগামী ১৫ জুন থেকে ১৪ জুলাই ২৪টি দেশ নিয়ে জার্মানিতে শুরু হচ্ছে ইউরো। আর ইউরোতে কমেন্ট্রি করতে দেখা যাবে সুনীল ছেত্রীকে। শুধু সুনীল নন ভারতীয় ফুটবলের আর এক আইকন বাইচুং ভুটিয়াও করবেন কমেন্ট্রি।

সুনীল জানান, '২০২৪ ইউরো কাপে ধারাভাষ্যকারদের একজন হতে পেরে বেশ ভালো লাগছে। বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেলিস্টরাও থাকবেন। ফলে ফুটবলপ্রেমীরা শুধু প্রতিযোগিতা উপভোগ করবেন তা-ই নয়, ফুটবলকে আরও ভালো ভাবে বুঝতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা দিয়ে ফুটবলটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব।'

একনজরে দেখে নিন ২০২৪ ইউরোর গ্রুপ -

গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড।

গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি এবং আলবেনিয়া।

গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া এবং ইংল্যান্ড।

গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং ফ্রান্স।

গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া এবং ইউক্রেন।

গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল এবং চেক প্রজাতন্ত্র।

সুনীল ছেত্রী
T20 World Cup 24: দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষ আটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
সুনীল ছেত্রী
East Bengal: ২২ বছর পরে নতুন সচিব-সভাপতি ইস্টবেঙ্গলে, কার্যকরী কমিটিতে এলেন ঝুলন গোস্বামী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in