ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী সোনাম ভট্টাচার্য। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। খবরটি জানিয়েছেন সোনমের দাদা অভিনেতা সাহেব ভট্টাচার্য।
শুধু এই রাজ্যেই নয়, ভারতের অন্যান্য রাজ্যেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনামও। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিন্তার একটাই কারণ, সোনম অন্তঃসত্ত্বা। সোমবারই তাঁর অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই নেমে গিয়েছিল। তবে সোনমের দাদা জানান, 'দু’দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোনমকে। এখন অনেকটাই সুস্থ আছে। চিকিৎসকরা জানাচ্ছেন চলতি সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে'।
স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার কারণে জাতীয় দল থেকে আপাতত ছুটি নিয়েছেন সুনীল। গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে থাকতে চাইছেন তিনি। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসেই বাবা হতে চলেছেন সুনীল।
গত ১২ জুন ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে জার্সির ভিতর বল নিয়ে বাবা হওয়ার খবর প্রকাশ করেছিলেন সুনীল। কিছুদিন আগে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে সোনমের 'সাধ ভক্ষণ' অনুষ্ঠান করা হয়। এরপর গত ৩ অগাস্ট নিজের ৩৯তম জন্মদিন পালন করেন সুনীল।
সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের সর্বাধিক গোলদাতা সুনীল ছেত্রী। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ২৩। সেই সুবাদে মালদ্বীপের আলি আসফাকের সঙ্গে যুগ্মভাবে উপমহাদেশের সর্বাধিক স্কোরার হয়ে গিয়েছেন ভারত অধিনায়ক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন