৩৬ বছর আগে সুনীল গাভাসকার মহারাষ্ট্র সরকারের কাছ থেকে জমি নিয়েছিলেন তাঁর স্বপ্নের ক্রিকেট অ্যাকাডেমি গড়ার জন্য। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারেননি তিনি। তাঁর সেই জমি এবার অজিঙ্কা রাহানেকে দিল মহারাষ্ট্র সরকার।
মহারাষ্ট্র থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ক্রিকেট অ্যাকাডেমি গড়ার স্বপ্ন দেখেছিলেন প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকার। কিন্তু ১৯৮৮ সালে জমি পেয়েও এখনও তিনি অ্যাকাডেমি গড়ে তুলতে পারেননি। ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি করার ভাবনা ছিল তাঁর। সেই জমি ২ বছর আগে মহারাষ্ট্র সরকারকে ফিরিয়ে দেন গাভাসকার।
মহারাষ্ট্রের জমির পরিমাণ হিসেবে ১৫ কাঠা জমি দেওয়া হয়েছিল গাভাসকারকে। এই জমিই এবার ৩০ বছরের জন্য লিজে পাচ্ছেন রাহানে। মহারাষ্ট্রের রাজস্ব দফতরের প্রস্তাবে সায় দিয়ে জমি রাহানেকে দেওয়ার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার।
সরকার আরও জানিয়েছে, অনেক দিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে জমির কিছু কিছু অংশ দখল হয়ে গেছে। দখল করা জমি আগে উদ্ধার করা হবে। তারপর রাহানেকে দেওয়া হবে।
মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান অজিঙ্কা রাহানে। এক্স মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদও জানান। তারকা ক্রিকেটার লেখেন, "মুম্বাইতে একটি বিশ্বমানের ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলার জন্য আমার যে চিন্তাভাবনা তা সমর্থন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, অজিত পাওয়ার এবং আশীস শেলার মহাশয়কে ধন্যবাদ জানাই। এই অ্যাকাডেমি তরুণ খেলোয়াড়দের সেরা সুযোগ-সুবিধা দিয়ে শক্তিশালী করে তুলবে। যে শহরে আমি নিজের ক্রিকেট যাত্রা শুরু করেছিলাম সেই শহরে পরবর্তী প্রজন্মের চ্যাম্পিয়নদের লালনপালন করতে পারব"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন