ফের একবার ভারতীয় ক্রিকেট দলকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। তাঁর মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ হেরেও ভারত সেই একই ভুল করছে। এইভাবে চললে রোহিত শর্মাদের কোনো উন্নতি হবে না।
ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন বিরাটরা। ২টি টেস্ট, ৩টি ওডিআই এবং ৫টি টি-২০ খেলবে ভারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিতদের বিরাট ঘাটতি রয়েছে বলেই মনে করেন সুনীল গাভাসকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল হারের পর রোহিত শর্মা বলেছিলেন, প্রস্তুতির অভাবে হারতে হয়েছে। সেই সূত্র ধরেই ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, সত্যিটা হচ্ছে যাঁরা সিনিয়র তাঁরা তাড়াতাড়ি যেতে চান না। কারণ তাঁরা জানেন ম্যাচে যা কিছু হয়ে যাক দল থেকে বাদ পড়বেন না। আপনারা বলছেন আপনাদের দল বিশ্বের সবথেকে ফিটেস্ট দল তাহলে এত তাড়াতাড়ি ভেঙে পড়ছেন কেন? আর আপনি ২০ ওভারের ম্যাচ খেললে তখন কীভাবে আপনার ওপর বেশী চাপ পড়ে?
পাশাপাশি তিনি বলেন, আমরা কোন প্রস্তুতির কথা বলছি? আপনার সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের উদাহরণ রয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়ে অন্তত ওয়েস্ট ইন্ডিজের সাথে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল। কিন্তু তা হচ্ছে না।
তিনি আরও বলেন, আপনাকে ১৫ দিন আগে যেতে হবে। তারপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলুন। গুরুত্বপূর্ণ সদস্যদের বসিয়ে যাঁদের অভিজ্ঞতা কম তাঁদের সুযোগ দিন। সেক্ষেত্রে তাঁরা ভুলগুলি দ্রুত সংশোধন করতে পারবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন