Sunil Gavaskar: ‘ইন্ডিয়া’ নাকি ‘ভারত’? দেশের নাম পরিবর্তন বিতর্কে মুখ খুললেন সুনীল গাভাসকর

People's Reporter: সুনীল গাভাসকর বলেন, পরিবর্তন আগেও ঘটেছে। বার্মাকে এখন মায়ানমার বলা হয়। সুতরাং আসল নাম সামনে আসতেই পারে। এতে বিরাট কোনো অসুবিধা দেখছি না আমি।
সুনীল গাভাসকার
সুনীল গাভাসকারছবি - সংগৃহীত
Published on

দেশের নাম পরিবর্তন নিয়ে তুঙ্গে রয়েছে রাজনৈতিক জল্পনা। এই আবহে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' নামকে সমর্থন করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে ভারতটাই আসল নাম।

বিতর্কের সূত্রপাত হয় জি২০-র আমন্ত্রণপত্রকে ঘিরে। সেখানে লেখা ছিল 'প্রেসিডেন্ট অফ ভারত'। তারপর থেকেই দেশের নাম পরিবর্তনের প্রসঙ্গে কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করছে বিরোধীরা। শুধু রাজনৈতিক স্তরেই নয় বরং ক্রীড়াক্ষেত্রেও 'ইন্ডিয়া' নামের বদলে 'ভারত' নিয়ে জোর চর্চা হচ্ছে। সুনীল গাভাসকর বলেন, "ভারত নামটাই আসল। কিন্তু এটা সরকারি এবং বিসিসিআই স্তরেও হওয়া প্রয়োজন। তাহলে নাম হবে ভারত ক্রিকেট টিম।"

মায়ানমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "পরিবর্তন আগেও ঘটেছে। বার্মাকে এখন মায়ানমার বলা হয়। সুতরাং আসল নাম সামনে আসতেই পারে। এতে বিরাট কোনো অসুবিধা দেখছি না আমি। কিন্তু সমস্ত ক্ষেত্রেই এর প্রয়োজন দরকার।"

তবে শুধু সুনীল গাভাসকরই নন। ভারত নামকে সমর্থন করেছেন আরেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ। তিনি ট্যুইটারে লেখেন, "ভারতের নাম পরিবর্তনের বিষয়টি মানুষ রাজনৈতিক দিক দিয়ে বিচার করছে যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে। আমি বিশেষ কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। আমার শুধুমাত্র আগ্রহ ভারত নিয়ে।"

পাশাপাশি তিনি বলেন, বিরোধী জটগুলি ইন্ডিয়া নাম দিয়েছে। তাদের মধ্যে অনেকেই খুবই বুদ্ধিমান। তাই ভারত (B.H.A.R.A.T) নাম দিয়ে নতুন করে জোট তৈরি করতে পারে। কংগ্রেসও ভারত জোড়ো যাত্রা করেছিল। দুর্ভাগ্যবশত অনেকেই 'ভারত' শব্দটিকে নিরাপত্তাহীন মনে করেন।

সুনীল গাভাসকার
Derby: সতর্ক দুই প্রধান, পরবর্তী ডার্বির আগে সমর্থকদের উদ্দেশ্যে যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক
সুনীল গাভাসকার
ICC World Cup 2023: বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন এই তারকা ক্রিকেটার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in