Super Cup 2023: কোলাসোর জোড়া গোল, গোকুলাম কেরালাকে ৫-১ গোলে হারালো ফেরান্ডোর দল

দুর্দান্ত জয় নিয়ে সুপার কাপের অভিযান শুরু করলো এটিকে মোহনবাগান। কোঝিকোড়ে গোকুলাম কেরালা এফসিকে গোল বন্যায় ভাসালো জুয়ান ফেরান্ডোর দল।
এটিকে মোহনবাগান বনাম গোকুলাম কেরালা
এটিকে মোহনবাগান বনাম গোকুলাম কেরালাছবি সৌজন্যে এটিকে মোহনবাগানের টুইটার হ্যান্ডেল
Published on

দুর্দান্ত জয় নিয়ে সুপার কাপের অভিযান শুরু করলো এটিকে মোহনবাগান। কোঝিকোড়ে গোকুলাম কেরালা এফসিকে গোল বন্যায় ভাসালো জুয়ান ফেরান্ডোর দল। লিস্টন কোলাসো করলেন জোড়া গোল। একটি গোল করলেন হুগো বউমাস, মনবীর সিং এবং কিয়ান নাসিরি।

সোমবার সুপার লীগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে পর্যন্ত গোকুলাম কেরালাকে বেশ সমীহ করেই চলছিল আইএসএল চ্যাম্পিয়নরা। গত বছর যুবভারতীতে এএফসি কাপে মোহনবাগানকেই ৪-২ ব্যবধানে হারিয়েছিল গোকুলাম। কিন্তু এদিন মাঠে নামতে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় মেরিনার্সদের। একের পর এক আক্রমণে আই লিগের ক্লাবটিকে নাজেহাল করে তোলেন প্রীতম কোটালরা। প্রথমার্ধেই মোহনবাগান এগিয়ে যায় ৩-০ গোলে।

খেলা শুরুর ৬ মিনিটেই দুর্দান্ত এক গোলে বাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ২৭ মিনিটের মাথায় আবার গোল। আবার সেই লিস্টন কোলাসো। দুরপাল্লার বুলেট গতির শটে গোকুলাম গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। প্রথমার্ধ শেষের আগে বাঁ পায়ের শটে তৃতীয় গোলটি করেন হুগো বউমাস।

দ্বিতীয়ার্ধেও সমান ছন্দ ধরে রাখে মোহনবাগান। ৬৩ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন মনবীর সিং। ৭১ মিনিটে কেরলের স্প্যানিশ স্ট্রাইকার সেরগিও মেন্দি একটি গোল করলেও বাগানের জয় তখন একপ্রকার নিশ্চিত। অবশেষে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে গোকুলামের জালে পঞ্চম গোলটি জড়ান কিয়ান নাসিরি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in