গোকুলাম কেরালা এফসি’কে ৫-১ গোলে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান। আগামী শুক্রবার জামশেদপুর এফসি’র বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে সবুজ-মেরুন ব্রিগেড । দুই দলই তাঁদের প্রথম ম্যাচ জিতেছে। তবে বড় ব্যবধানে প্রথম ম্যাচ আর গত আইএসএল চ্যাম্পিয়ন হলেও সতর্ক এটিকে মোহনবাগান।
এটিকেএমবি’র মিডিয়া টিমকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের অন্যতম স্তম্ভ হুগো বুমোস বলেছেন, “আমরা যেভাবে সুপার কাপ শুরু করতে চেয়েছিলাম, সেটা করেছি। এখন আমাদের লক্ষ্য সামনের দিকে তাঁকানো। গোকুলমের কাছে গত বছর আমরা এএফসি কাপে হেরেছিলাম। ওরা আই লিগে ভাল খেলে এসেছে। ফলে জয়টা সহজ ছিল না। কিন্তু গত এক বছরে আমাদের দল যে সবদিক থেকে অনেক উন্নতি করেছে সেটা ফলাফলেই প্রমাণিত। তবে আইএসএল ট্রফি জয় পুরো দলকে অনেক আত্মবিশ্বাসী ও একাত্ম করে তুলেছে। কোচ এবং পুরো টিমে তার প্রভাব পড়ছে। আমরা একটা টিম হিসাবে খেলেছি। সবাই একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেছে। সবাই চাইছে এই টুনার্মেন্ট জিততে।”
হুগো আরও জানান, "জামশেদপুরও প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে পাঁচ গোল করেছে। ফলে পরের ম্যাচে আমরা একটা কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে চলেছি। ওদের ম্যাচ দেখলাম। সেট পিসে জামশেদপুর বেশ ভাল। গোলও করছে সেট পিস থেকে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। দলটা ভাল খেলছে। কয়েকজন লম্বা ফুটবলার রয়েছে টিমে। সেটা ওদের বাড়তি সুবিধা। আইএসএলের সঙ্গে সুপার কাপের অনেক তফাত। এটা নক আউট প্রতিযোগিতা। প্রত্যেক গ্রুপ থেকে একটা দল সেমিফাইনালে যাবে। ফলে ড্র করা হারের সমান। সেজন্যই আমরা জেতা ছাড়া কিছু ভাবছি না। জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি একা নই, প্রথম ম্যাচে পুরো দল ভাল খেলেছে। চার জন গোল পেয়েছে। লিস্টন অসাধারণ দুটো গোল করেছে। মনবীর, কিয়ানরা গোল পেয়েছে। এটা দলের পক্ষে ভাল।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন