ইস্টবেঙ্গলে যেন সুপার কাপ জেতার আনন্দ থামছেই না। মঙ্গলবার ক্লাব তাঁবুতে সুপার কাপ বিজয়ী টিমের সাথে ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এক মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছিলI অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমI ছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত সহ টিমের সকল খেলোয়াড়, সহকারী কোচ এবং সাপোর্টিং স্টাফরাI এছাড়া ছিলেন ইমামি গ্রুপের আধিকারিক বিভাস আগরওয়াল, সন্দীপ আগরওয়াল সহ অন্যান্য অধিকারিকবৃন্দ I
ক্রীড়ামন্ত্রী ও মহানাগরিকের উপস্থিতিতে ক্লাবের তরফ থেকে সুপার কাপ ২০২৪ চ্যাম্পিয়ন টিমের হাতে তুলে দেওয়া হয় পনেরো লক্ষ টাকার চেকI ফিরহাদ হাকিম বলেন, "ইস্টবেঙ্গল জিতলে এখনও খুব খুশি হই। এটা আমার ক্লাব, আমাদের ক্লাব"।
এদিন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, অনেকে বলছে ১২ বছর ক্লাবে ট্রফি আসেনি। আসলে ৮ বছর তো জাতীয় টুর্নামেন্ট বন্ধ ছিল। ফেডারেশন কাপ হয়নি। আই লিগটা আমরা পাইনি কেউ এটাকে কপাল বলতে পারে। কেউ ব্যর্থতা বলতে পারে। কিন্তু ৫ বার আমাদের একটুর জন্য ট্রফি আসেনি। ইস্টবেঙ্গল থেমে থাকবে না।
ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত জানান, 'আমি সমর্থকদের আবেগ বুঝি ওদের মতো আমিও লাল হলুদ রঙের সঙ্গে মেতে উঠি। ভবিষ্যতে আমরা আরও ভালো পারফরমেন্স করব'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন