Super Smash: নজির মিচেল স্যান্টনারের, ক্যান্টারবেরিকে হারিয়ে শিরোপা জয় নর্দান ডিস্ট্রিক্টের

নর্দান ডিস্ট্রিক্টের হয়ে ব্যাট করতে নেমে নজির গড়ে মাত্র ৪০ বলে অপরাজিত ৯২* রানের বিস্ফোরক ইনিংস এলো কিউই অল-রাউন্ডার মিচেল স্যান্টনারের ব্যাটে।
ব্যাট হাতে নজির মিচেল স্যান্টনারের
ব্যাট হাতে নজির মিচেল স্যান্টনারেরছবি সংগৃহীত
Published on

সুপার স্ম্যাশের ফাইনালে ব্যাট হাতে ঝড় তুললেন মিচেল স্যান্টনার। নর্দান ডিস্ট্রিক্টের হয়ে ব্যাট করতে নেমে নজির গড়ে মাত্র ৪০ বলে অপরাজিত ৯২* রানের বিস্ফোরক ইনিংস এলো কিউই অল-রাউন্ডারের ব্যাটে। যে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে পাঁচ বা তার নীচে ব্যাট করতে নামা ব্যাটারদের মধ্যে স্যান্টনারের এই ইনিংসই সর্বোচ্চ। ২৩০ স্ট্রাইক রেটে ৪ টি বাউন্ডারি এবং ৯ টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো স্যান্টনারের এই অনবদ্য ইনিংসের দৌলতেই ক্যান্টারবেরিকে পর্যুদস্ত করে সুপার স্ম্যাশের খেতাব জিতে নিয়েছে নর্দান ডিস্ট্রিক্ট।

হ্যামিলটনের সেডন পার্কে শনিবার টসে জিতে নর্দান ডিস্ট্রিক্টকে প্রথমে ব্যাট করতে পাঠায় ক্যান্টারবেরি। টিম শেফার্ট(৫), জিত রাভাল(৯),কলিন ডি গ্র্যান্ডহোমকে(৯) শুরুতেই খুইয়ে বেশ চাপে পড়েছিলো নর্দান ডিস্ট্রিক্ট। তবে এরপর ওপেনার কেটেন ক্লার্ক এবং মিচেল স্যান্টনার মিলে নর্দানকে দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যান।

কেটেন ক্লার্ক ৮ টি বাউন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩৪ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন। সেইসঙ্গে ব্যাট হাতে তান্ডব চালান মিচেল স্যান্টনার। ৪০ বলে ৯২* রানে অপরাজিত থাকেন তিনি। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান স্কোর বোর্ডে তোলে নর্দান ডিস্ট্রিক্ট।

জবাবে ব্যাট করতে নেমে ১৬১ রানেই অল আউট হয়ে যায় ক্যান্টারবেরি। টম লেথাম(১১), ডেরিল মিচেলরা(৮) কেউই দাঁড়াতে পারেননি। ক্যান্টারবেরির হয়ে সর্বোচ্চ রান ম্যাট হেনরির। ২২ বলে ৪৪ রান করেন তিনি। এছাড়া ক্যান্টারবেরির আর কোনো ব্যাটার ছাপ ফেলতে পারেননি। ৫৬ রানে ম্যাচ জিতে সুপার স্ম্যাশের খেতাব ঘরে তোলেন জিত রাভালরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in