আইসিসি টি-২০ ক্রিকেট টিম অফ দ্য ইয়ারের অধিনায়ক নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব। সূর্য বাদে ওই দলে জায়গা পেয়েছেন আরও ৩ ভারতীয় ক্রিকেটার।
২০২৩ সালের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসি ক্রিকেট টিম অফ দ্য ইয়ারের তালিকা প্রকাশিত হয়েছে। ১১ জনের দলে রয়েছেন ৪ ভারতীয় ক্রিকেটার। ওপেনার হিসেবে আছেন যশস্বী জয়সওয়াল। মিডল ওর্ডারে সূর্যকুমার যাদব। তিনি আবার অধিনায়কও বটে। স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন রবি বিষ্ণোই এবং পেসার হিসেবে ভারত থেকে স্থান পেয়েছেন আর্শদীপ সিং।
এছাড়া ওই তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট, উইকেট কিপার-ব্যাটার হিসেবে ওয়েস্ট ইন্ডিয়ান তারকা নিকোলাস পুরান, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, জিম্বাবোয়ের সিকান্দার রাজা, রিচার্ড নাগারাভা, উগান্ডার আলপ্স রমজানি এবং আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার।
২০২৩-র অগাস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল যশস্বীর। তারপর থেকে মোট ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৪৩০ এবং স্ট্রাইক রেট ১৫৯।
সূর্যকুমার গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭ রান দিয়ে অভিযান শুরু করেছিলেন। কিন্তু পরের দুটি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে করেন ৩৬ বলে ৫১ এবং তৃতীয় ম্যাচে করেন ৫১ বলে ১১২ রান। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা সিরিজেও রান পেয়েছিলেন এই তারকা ব্যাটার। একটি ম্যাচে করেছিলেন ৮৩ রান, একটিতে ৬১, একটি ম্যাচে ২১ একটিতে করেছিলেন ১ এবং একটি ম্যাচে তাঁকে নামতেই হয়নি। এছাড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি হাফসেঞ্চুরি করেছিলেন।
এছাড়া রবি বিষ্ণোই ২০২৩ সাল জুড়ে দারুন ছন্দে ছিলেন। বর্তমানে টি-২০ বোলারদের তালিকাতেও তিনি শীর্ষে আছেন। আয়ারল্যান্ড ট্যুরে গিয়ে ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। এছাড়া এশিয়ান গেমসে দলের হয়ে ৫ উইকেট পেয়েছিলেন এই তরুণ স্পিনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দারুন ছন্দে দেখা যায় তাঁকে। একটি ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট এবং অন্য ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট।
২০২৩ সালে ভারতের হয়ে ২১টি টি-২০ ম্যাচ খেলে ২৬টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। শ্রীলঙ্কা হোক বা ওয়েস্ট ইন্ডিজ প্রতি সিরিজেই উইকেট পেয়েছেন তিনি। ফলে স্বাভাবিক কারণেই এই চার ভারতীয়কে বর্ষসেরা টি-২০ ক্রিকেট টিমে রাখতে বাধ্য হয়েছে আইসিসি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন