প্যারিস অলিম্পিকে স্বপ্নপূরণ স্বপ্নিল কুসালের। পুরুষদে ৫০ মিটার এয়ার রাইফেল (৩ পজিশন)-এ ব্রোঞ্জ পদক জিতলেন এই ভারতীয় শ্যুটার।
প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ৩ পজিশনের ৫০ মিটার রাইফেলে তৃতীয় স্থান অধিকার করলেন স্বপ্নীল। এই ইভেন্টে ৩টি পজিশিনে শ্যুট করতে হয়। মাটিতে শুয়ে, বসে এবং দাঁড়িয়ে প্রতিযোগীকে নিজের লক্ষ্যভেদ করতে হয়।
এই ইভেন্টের প্রথমে অনেকটাই পিছিয়ে ছিলেন স্বপ্নিল কুসালে। কিন্তু ধীরে ধীরে প্রতিযোগিতায় ফেরেন। ৪৫১.৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল।
পদক জয়ের পর স্বপ্নিল বলেন, 'প্রথমে একটু পিছিয়ে পড়েছিলাম ঠিকই। কিন্তু নিজের লক্ষ্যে স্থির ছিলাম। আগে যেভাবে খেলেছি আজও সেইভাবেই খেলছিলাম। একটার পর একটা শ্যুটে বেশি জোর দিচ্ছিলাম। পদক জিতে খুব ভালো লাগছে'।
এই ইভেন্টে ৪৬৩.৬ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন চীনের লিউ ইউকুন। ইউক্রেনের সেরি কুলিশ ৪৬১.৩ পয়েন্ট নিয়ে রুপো জয় করেছেন।
উল্লেখ্য, চলতি অলিম্পিকে এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে ভারত। সবক'টি পদকই এসেছে শ্যুটিং বিভাগ থেকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন