T-20 Cricket: টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড! এক ম্যাচে ৭ উইকেট নিয়ে নজির সিয়াজরুলের

সিয়াজরুলের আগে এতদিন সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন নাইজেরিয়ার পিটার আহো। ২০২১ সালে সিয়েরা লিয়োনের বিরুদ্ধে ৫ রান দিয়ে ৬ উইকেট সংগ্রহ করেছিলেন।
সিয়াজরুল ইদ্রুস
সিয়াজরুল ইদ্রুসছবি - আইসিসির ট্যুইটার
Published on

টি-২০তে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করলেন মালয়েশিয়ার পেস বোলার সিয়াজরুল ইদ্রুস। টি-২০ বিশ্বকাপে এশিয়া বি বাছাইপর্বের ম্যাচে চীনের বিরুদ্ধে এই নজির গড়েছেন তিনি। যা পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন।

কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চীন। ৪ ওভার শেষে ১২ রান ছিল তাদের। নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট নেন সিয়াজরুল। ফেরান চীনের ওয়াং লিউয়ানকে। ওই ওভারেই আরও ৩টি উইকেট নেন তিনি। ৪ ওভার বল করে ৮ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। সাথে রয়েছে ২০টি ডট বল ও ১টি মেইডেন ওভার।

সিয়াজরুলের আগে এতদিন সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন নাইজেরিয়ার পিটার আহো। ২০২১ সালে সিয়েরা লিয়োনের বিরুদ্ধে ৫ রান দিয়ে ৬ উইকেট সংগ্রহ করেছিলেন। এতদিন এটাই ছিল টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে সর্বোচ্চ উইকেট।

তৃতীয় স্থানে আছেন দু'জন বোলার। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের দীপক চাহার। ২০২১ সালে লেসোথোর বিরুদ্ধে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে দীপকের সাথেই তৃতীয় স্থানে রয়েছেন উগান্ডার দীনেশ নাকরানি।

সিয়াজরুল ইদ্রুসের আগুনে বোলিং-র জেরে ১১.২ ওভারেই মাত্র ২৩ রানে ইনিংস শেষ হয়ে যায় চীনের। জবাবে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলে ম্যাচ জেতে মালয়েশিয়া। ম্যাচের সেরা হয়েছেন সিয়াজরুল ইদ্রুস। কারণ তিনি শুধু সাত উইকেটই সংগ্রহ করেননি। পুরুষদের আন্তর্জাতিক টি-২০তে সেরা বোলিং ফিগারের মালিক হলেন তিনি। এছাড়া সাতটি উইকেটই নিয়েছেন বোল্ড করে। চীনের ৫ জন ব্যাটারকে ফিরিয়েছেন শূন্য রানে।

সিয়াজরুল ইদ্রুস
WTC: শীর্ষে পাকিস্তান! ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করে ভারতের স্থান কত?
সিয়াজরুল ইদ্রুস
'THE 42' থেকে ঝাঁপ দিয়ে ডুরান্ড কাপ উদ্বোধন সেনা কর্তার! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in