দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলেরই অনেকটাই ভাগ্য নির্ভর করে ওপেনিং জুটির ওপর। দুই ওপেনার যত দ্রুত পাওয়ার প্লে-তে রান যোগ করতে পারবে, দলটি ততই রানের পাহাড়ের দিকে এগিয়ে যাবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ১৬ টি দলের ওপেনিং জুটির ক্রমতালিকা প্রকাশ করেছে। ব্যাটিং র্যাংকিং, অতীতের পারফরম্যান্স এবং সাম্প্রতিক ফর্মকে খুঁটিয়ে দেখে এই র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।
১. পাকিস্তান - আইসিসির ব্যাটিং র্যাংকিং-এ শীর্ষ তিন ব্যাটারের মধ্যে দুজন হলেন পাকিস্তানের। অধিনায়ক বাবর আজম এবং উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। যে কোনো ওপেনিং জুটির থেকে টি-টোয়েন্টিতে বেশি রান করেছেন এই জুটি। এশিয়া কাপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধেও দুরন্ত ছন্দে ছিলেন তাঁরা। গত বিশ্বকাপে শীর্ষ তিন রান স্কোরারদের মধ্যেও ছিলেন এই দুই ক্রিকেটার।
মহম্মদ রিজওয়ান- র্যাঙ্কিং: ১; গড়: ৫২.৫৩; স্ট্রাইক রেট: ১২৮.৫৭; সর্বশেষ ৫ ম্যাচ: ৬৩, ৮৮, ৮, ৮৮*, ১৬
বাবর আজম - র্যাঙ্কিং: ৩; গড়: ৪৩.৪১;স্ট্রাইক রেট: ১৩০.০৩; সর্বশেষ ৫ ম্যাচ: ৮৭*, ৯, ৩৬, ৮, ২১
২. ভারত - আইসিসির ওপেনার র্যাংকিং-এ দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই বিধ্বংসী জুটি দুর্দান্ত সব ইনিংস খেলেছেন। গত বিশ্বকাপে রাহুল ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এছাড়া রোহিত শর্মারও বড় টুর্নামেন্টে রান করার সুখ্যাতি রয়েছে।
লোকেশ রাহুল - র্যাঙ্কিং: ১৪; গড়: ৩৯.৫৭; স্ট্রাইক রেট: ১৪০.৪০; সর্বশেষ ৫ ম্যাচ: ৫৭, ৫১*, ১, ১০, ৫৫
রোহিত শর্মা- র্যাঙ্কিং: ১৬; গড়: ৩১.৯৪, স্ট্রাইক রেট: ১৪০.৫৯; সর্বশেষ ৫ ম্যাচ: ০, ৪৩, ০, ১৭, ৪৬
৩. নিউজিল্যান্ড - ডেভন কনওয়ে এবং মার্টিন গাপ্টিল, শুরুতেই যে কোনো বোলারদের ত্রাসে পরিণত হতে পারেন। এই জুটি রয়েছেন তৃতীয় স্থানে।
ডেভন কনওয়ে- র্যাঙ্কিং: ৭; গড়: ৪৭.২; স্ট্রাইক রেট: ১৩৮.২৮; সর্বশেষ ৫ ম্যাচ: ৪২, ৪৩, ৪৬, ৩৬*, ৪৯*
মার্টিন গাপ্টিল - র্যাঙ্কিং: ১০; গড়: ৩১.৭৯;স্ট্রাইক রেট: ১৩৫.৮; সর্বশেষ ৫ ম্যাচ: ১৫, ২০, ১৬, ২, ৪৫
৪. অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্যতম বিধ্বংসী জুটি। সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়ার্নার। ফিঞ্চের সময়টা খারাপ গেলেও অজি অধিনায়ক ছন্দ ফিরে পেলেই নিজের জাত চেনাতে প্রস্তুত।
অ্যারন ফিঞ্চ- র্যাঙ্কিং: ৬; গড়: ৩৪.৯৭; স্ট্রাইক রেট: ১৪৪.৮৮; সর্বশেষ ৫ ম্যাচ: ৭, ৩১, ২২, ২৯, ১২
ডেভিড ওয়ার্নার- র্যাঙ্কিং: ৪৮; গড়: ৩৩.৩; স্ট্রাইক রেট: ১৪১.১৮; সর্বশেষ ৫ ম্যাচ: ৩৯, ২১, ৭০*, ৫৩,৭৩
৫. শ্রীলঙ্কা - এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার দুই ওপেনার পথুম নিশঙ্কা এবং কুশল মেন্ডিস বিশ্বকাপে দলকে এগিয়ে নিয়ে যাবেন।
পথুম নিশঙ্কা-র্যাঙ্কিং: ৮; গড়: ২৯.৬৬, স্ট্রাইক রেট: ১১৫.৫৮; সর্বশেষ ৫ ম্যাচ: ৮, ৫৫*, ৫২, ৩৫, ২০
কুশল মেন্ডিস- র্যাঙ্কিং: ৫৬; গড়: ২০.৯০;স্ট্রাইক রেট: ১২৬.৪৭; সর্বশেষ ৫ ম্যাচ: ০, ০, ৫৭, ৩৬, ৬০
৬.আফগানিস্তান- রহমনউল্লাহ গুরবাজ এবং হজরতুল্লা জাজাই আফগানিস্তানের হয়ে শুরু করবেন।
রহমানউল্লাহ গুরবাজ - র্যাঙ্কিং: ১৮; গড়: ২৫.৮৭;স্ট্রাইক রেট: ১৩৮.৪৬; সর্বশেষ ৫ ম্যাচ: ০, ১৭, ৮৪, ১১, ৪০
হজরতউল্লাহ জাজাই- র্যাঙ্কিং: ২১; গড়: ৩২; স্ট্রাইক রেট: ১৩৮.৯২; সর্বশেষ ৫ ম্যাচ: ০, ২১, ১৩, ২৩, ৩৭*
৭. ইংল্যান্ড - দীর্ঘদিন পর কামব্যাক করা অ্যালেক্স হেলসের সাথে জুটি বাঁধছেন অধিনায়ক জস বাটলার।
জস বাটলার- র্যাঙ্কিং: ২৬; গড়: ৩২.৭৫, স্ট্রাইক রেট: ১৪২.৫৭; সর্বশেষ ৫ ম্যাচ: ২৯, ২২, ১৮, ৪, ৬৮
অ্যালেক্স হেলস- র্যাঙ্কিং: ১৬৬; গড়: ৩০.০৬, স্ট্রাইক রেট: ১৩৬.৯৮; সর্বশেষ ৫ ম্যাচ: ২৭, ১, ৫, ২৬, ৮৪
৮. দক্ষিণ আফ্রিকা - কুইন্টন ডি'ককের সাথে ওপেনিংএ খেলতে দেখা যেতে পারে অধিনায়ক টেম্বা বাভুমাকে
কুইন্টন ডি কক- র্যাঙ্কিং: ১২; গড়: ৩২.২৫; স্ট্রাইক রেট: ১৩৪.১২; সর্বশেষ ৫ ম্যাচ: ৬৮, ৬৯*, ১, ৭, ৭
টেম্বা বাভুমা- র্যাঙ্কিং: ৮৯; গড়: ২৩.৫৪; স্ট্রাইক রেট: ১১৬.৪৯; সর্বশেষ ৫ ম্যাচ: ৩, ০, ০, ৮, ৮
৯. আয়ারল্যান্ড - বিধ্বংসী ওপেনার পল স্টার্লিংয়ের সাথে ওপেনিংএ নামবেন বিলবার্নে।
পল স্টার্লিং- র্যাঙ্কিং: ২৭; গড়: ২৮.৬৭; স্ট্রাইক রেট: ১৩৪.৮৪; সর্বশেষ ৫ ম্যাচ: ১৬, ২০, ০, ৪, ৩১
বিলবার্নে-অ্যান্ডি বলবার্নি= র্যাঙ্কিং: ৪৯; গড়: ২৩.৩৩; স্ট্রাইক রেট: ১২৬.০০; সর্বশেষ ৫ ম্যাচ: ৯, ১৫, ১, ৪৬, ৫১
১০. সংযুক্ত আরব আমিরশাহী - মোহাম্মদ ওয়াসিম আর চিরাগ সুরির ওপরেই পাওয়ার প্লের ভার দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
মোহাম্মদ ওয়াসিম- র্যাঙ্কিং: ৯; গড়: ৪০.৬২; স্ট্রাইক রেট: ১৫২.৫৮; সর্বশেষ ৫ ম্যাচ: ১৮, ১৫, ১৮, ৫৮, ৩৫
চিরাগ সুরি- র্যাঙ্কিং: ৭৭; গড়: ৩০.৪২; স্ট্রাইক রেট: ১১৮.২৩; সর্বশেষ ৫ ম্যাচ: ৫, ৩৯, ৪, ০, ৮৮
এছাড়াও ১১ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ১২ নম্বরে স্কটল্যান্ড, ১৩ নম্বরে জিম্বাবোয়ে, ১৪ নম্বরে নেদারল্যান্ডস, ১৫ নম্বরে বাংলাদেশ এবং ১৬-তে রয়েছে নামিবিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন