আর এক মাসের অপেক্ষা। অস্ট্রেলিয়ার পর্দা উঠছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র ফর্ম্যাটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টের ইতিহাসে রাজত্ব করেছেন কোনো পাঁচ ক্রিকেটার। দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রহকারী কারা।
৫. বিরাট কোহলি - ভারতের প্রাক্তন অধিনায়ক সবচেয়ে কম ম্যাচ খেলে সেরা পাঁচের তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে। ২১ ম্যাচের ১৯ ইনিংসে ৭৬.৮১ গড়ে কোহলি রান করেছেন ৮৪৫। বিরাট এই প্রতিযোগীতায় অর্ধশতরান করেছেন ১০ টি। সর্বোচ্চ স্কোর ৮৯*। বাউন্ডারি মেরেছেন ৭৮ টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ২০ টি।
৪. রোহিত শর্মা - এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ৩৩ ম্যাচের ৩০ ইনিংসে ৩৮.৫০ গড়ে রোহিত রান করেছেন ৮৪৭। অর্ধশতরান করেছেন ৮ টি। এই প্রতিযোগীতায় তাঁর সর্বোচ্চ স্কোর ৭৯*। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত বাউন্ডারি মেরেছেন ৮০ টি। ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ৩১ টি।
৩. তিলকরত্নে দিলশান - দ্বীপরাষ্ট্রের প্রাক্তন তারকা টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। দিলশান ৩৫ ম্যাচের ৩৪ ইনিংসে ৩০.৯৩ গড়ে মোট রান করেছেন ৮৯৭। তাঁর সর্বোচ্চ স্কোর ৯৬*। বাউন্ডারি মেরেছেন ১০১ টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ২০ টি। দিলশান টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্ধশতরান করেছেন ৬ টি।
২. ক্রিস গেইল - এই তালিকায় দ্বিতীয় স্থানে 'ইউনিভার্সাল বস' ক্রিস্টোফার হেনরি গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী এই ওপেনার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ৩৩ টি ম্যাচ। যেখানে ৩১ ইনিংসে ৩৪.৪৬ গড়ে গেইল রান করেছেন ৯৬৫। এই প্রতিযোগীতায় দুটি শতরান এবং ৭ টি অর্ধশতরান করেছেন এই ক্যারিবিয়ান মহাতারকা। বাউন্ডারি মেরেছেন ৭৮ টি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ৬৩ টি। সর্বোচ্চ স্কোর ১১৭।
১. মহেলা জয়বর্ধনে - টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার মহেলা জয়বর্ধনে। ৩১ ম্যাচের ৩১ ইনিংসে ৩৯.০৭ গড়ে জয়বর্ধনে রান করেছেন ১০১৬। একটি শতরান এবং ৬ টি অর্ধশতরান রয়েছে তাঁর। লঙ্কান ক্রিকেটারের এই প্রতিযোগীতায় সর্বোচ্চ স্কোর ১০০। বাউন্ডারি মেরেছেন ১১১টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ২৫টি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন