T-20 World Cup 22: ৪,০০০ রান! অ্যাডিলেডে বিরাট মাইলফলক স্পর্শ কোহলির

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট ৪,০০০ রান পূর্ণ করলেন ১১৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ১০৭ ইনিংসে ব্যাট করে।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

বিরাট রেকর্ড গড়লেন 'কিং' কোহলি। অ্যাডিলেডে হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান করার সাথে সাথেই বড় মাইলফলক স্পর্শ করলেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪,০০০ রানের মালিক হলেন বিরাট।

বৃহস্পতিবার লোকেশ রাহুল মাত্র ৫ রান করে ফিরে যাওয়ার পর রোহিতের সাথে ম্যাচের হাল ধরেন বিরাট। রোহিত ২৮ বলে ২৭ রানের মন্থর ইনিংস এবং সূর্যকুমার যাদব ১০ বলে ১৪ রান করে ফিরে যান। কোহলি করেন ৫০ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট ৪,০০০ রান পূর্ণ করলেন। ১১৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের ১০৭ ইনিংসে ব্যাট করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের সংগ্রহে ৩৮৫৩ রান। আর ১৪৭ রান করলে রোহিত স্পর্শ করবেন ৪,০০০ রানের মাইলফলক।

এখনও পর্যন্ত মোট ছ'জন ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩,০০০ রান সংগ্রহ করতে পেরেছেন। বিরাট, রোহিতের পর রানের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন মার্টিন গাপ্টিল। ৩৫৩১ রান করেছেন এই কিউই ওপেনার। তিন হাজার রান করা বাকি তিন ক্রিকেটার হলেন পাক অধিনায়ক বাবর আজম (৩৩২৩), আইরিশ ব্যাটার পল স্টার্লিং (৩১৮১) এবং অজি তারকা অ্যারন ফিঞ্চ (৩১২০)।

বিরাট কোহলি
FIFA World Cup 22: ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ১০টি গোলের মালিক কারা? দেখে নিন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in