T-20 World Cup 22: শাহিনের ইয়র্কারে হাসপাতালে আফগান ক্রিকেটার

প্রস্তুতি ম্যাচে রহমনউল্লাহ গুরবাজকে শুধু এলবিডব্লিউ করলেন না, শাহীনের বল লেগে হাসপাতালে যেতে হলো আফগান ব্যাটারকে। সেইসঙ্গে এই ম্যাচে দেখা গেল ঐতিহাসিক গাব্বা স্টেডিয়ামে ব্যবস্থাপনার ফাঁক ফোকর।
শাহিন আফ্রিদি এবং রহমনউল্লাহ গুরবাজ
শাহিন আফ্রিদি এবং রহমনউল্লাহ গুরবাজফাইল ছবি
Published on

চোট সারিয়ে বিশ্বকাপে ফিরেছেন পাক পেসার শাহিন আফ্রিদি। আর প্রত্যাবর্তন ঘটিয়েই ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন শাহিন। প্রস্তুতি ম্যাচে আফগান ব্যাটার রহমনউল্লাহ গুরবাজকে শুধু এলবিডব্লিউ করলেন না, তাঁর বল লেগে হাসপাতালে যেতে হলো আফগান ক্রিকেটারকে। সেইসঙ্গে এই ম্যাচে দেখা গেল ঐতিহাসিক গাব্বা স্টেডিয়ামে ব্যবস্থাপনার ফাঁক ফোকর।

বুধবার ব্রিসবেনের গাব্বায় টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামে পাকিস্তান ও আফগানিস্তান। টস জিতে আফগানিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠান বাবর আজম। এদিন আফগানিস্তানের হয়ে ওপেন করতে নামেন হজরতউল্লাহ জাজাই এবং রহমানউল্লাহ গুরবাজ। পাকিস্তানের হয়ে বল হাতে শুরু করেন শাহিন আফ্রিদি। প্রথম ওভারের পঞ্চম বলেই দেখা যায় বিপত্তি। শাহিনের বিষাক্ত ইয়র্কারে এলবিডব্লিউ হন রহমনউল্লাহ।

পাক তারকার বল সজোরে আছড়ে পড়ে রহমনউল্লাহর পায়ে। টো ক্রাশার ইয়র্কার ব্যাটসম্যানের বুটের ডগয়া লাগা মাত্রই যন্ত্রণায় কাতরাতে থাকেন আফগান ওপেনার। মাটিতে পা'ই ফেলতে পারছিলেন না তিনি। ফিজিও এসে প্রথমিক চিকিৎসা করার পরেও হাঁটতে পারছিলেন না গুরবাজ। অবশেষে সতীর্থর কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় আফগান ব্যাটারকে।

এরপর হাসপাতালে স্ক্যান করার জন্যে নিয়ে যাওয়া হয় গুরবাজ়কে। পরে তিনি ড্রেসিংরুমে ফিরে এলেও মাঠে আর দেখা যায়নি। গুরবাজের চোট কতটা গুরুতর তাও জানা যায়নি। বিশ্বকাপের সুপার ১২-এর আগে গুরবাজের আঙুল ঠিক না হলে, তা এক বড় ধাক্কা হবে আফগানিস্তানের জন্য।

এই ম্যাচে গাব্বার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন চিহ্ন উঠলো। আফগান ওপেনারকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য দেখা মিললোনা কোনো স্ট্রেচারের। সতীর্থর কাঁধে চড়ে সাজঘরে ফিরতে হল তাঁকে।

শাহিন আফ্রিদি এবং রহমনউল্লাহ গুরবাজ
T-20 World Cup 22: লঙ্কান শিবিরে বড় ধাক্কা, চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত দুষ্মন্ত চামিরা
শাহিন আফ্রিদি এবং রহমনউল্লাহ গুরবাজ
ওস্তাদের মার শেষ রাতে! মহিলা IPL-র প্রস্তাব পাস করিয়েই সভাপতি পদ ছাড়লেন সৌরভ গাঙ্গুলি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in