স্কটল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সুপার-১২-তে জায়গা পাকা করলো জিম্বাবোয়ে। হোবার্টে স্কটল্যান্ডের ৬ উইকেটে ১৩২ রানের জবাবে ৯ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নেয় জিম্বাবোয়ে। সাউদার্ন আফ্রিকার দেশটির হয়ে এই ম্যাচে ফের ব্যাট হাতে ঝলসে উঠলেন সিকন্দর রাজা। সেইসঙ্গে দাপট দেখালেন অধিনায়ক ক্রেগ এরভিন।
হোবার্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়তে থাকে স্কটিশরা। একমাত্র জর্জ মুনসি ব্যাট হাতে একা লড়াই চালান। তিনি ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৫৪ রান করেন। এছাড়া ২৫ রান করেন ম্যাকলেয়ড। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে স্কটল্যান্ড।
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৭ রানের মাথায় জোড়া উইকেট হারালেও অধিনায়ক ক্রেগ এরভিনের হাত ধরে ঘুরে দাঁড়ায় জিম্বাবোয়ে। ব্যাকফুটে চলে যাওয়া দলকে ৫৪ বলে ৫৮ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি। তাঁর সঙ্গে মারকাটারি ব্যাটিং করেন সিকন্দর রাজা। মাত্র ২৩ বল খেলে ৪০ রান দলের স্কোর বোর্ডে যোগ করে জয়ের রাস্তা সহজ করেন সিকন্দর। শেষ কাজটা সারেন মিলটন সুম্বা(১১) আর রায়ান বার্ল(৯)।
শ্রীলংকা ও নেদারল্যান্ডস সুপার ১২-এ উঠেছিল আগেই। পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবোয়েও।
গ্রুপ ১: নিউজিল্যান্ড, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
গ্রুপ ২: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন