গল্ফ খেলতে গিয়ে চোট। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার জশ ইঙ্গলিস। ম্যাথু ওয়েডের ব্যাক আপ হিসেবে অজি দলে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে নামার আগেই ইঙ্গলিসের ছিটকে যাওয়া ফিঞ্চের দলের জন্য এক বড় ধাক্কা।
লা পেরোসের নিউ সাউথ ওয়েলস ক্লাবে গল্ফ খেলার সময় একটি দুর্ঘটনার মধ্যে পড়ে জশ ইঙ্গলিস। লিগামেন্টে কোনো সমস্যা না হলেও গুরুতর ভাবে হাত কেটে যায় তাঁর। যে কারণে চলতি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না অজি উইকেটরক্ষকের।
জশ ইঙ্গলিসের পরিবর্ত হিসেবে এখন কোনো উইকেটরক্ষক ব্যাটারকে নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, মারকুটে অলরাউন্ডার ক্যামেরান গ্রিন এবং পেসার নাথান এলিসকে টি-টোয়েন্টি দলে নেওয়ার জন্য পরিকল্পনা করছেন তাঁরা। এছাড়াও আলোচনায় রয়েছেন বেন ম্যাকডরমট, জশ ফিলিপ এবং অ্যালেক্স ক্যারিও।
তবে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ক্যামেরান গ্রিন।কারণ ব্যাটে-বলে দু'ভাবেই দলকে সাহায্য করতে পারবেন তিনি। তাছাড়া ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসের সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন এই অজি তারকা।
অন্যদিকে, পেসার এলিস তার পাঁচ ম্যাচে ৩টি তিন উইকেট, একটি চার উইকেট শিকার করে আলোচনায় রয়েছেন। শনিবার ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তার আগেই জানা যাবে ইঙ্গলিসের পরিবর্ত ক্রিকেটারের নাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন