টি-টোয়েন্টি বিশ্বকাপের প্র্যাকটিস শেষে ভারতীয় খেলোয়াড়দের নিম্নমানের খাদ্য পরিবেশন করা হচ্ছে। বিসিসিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই আইসিসিকে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ করা হয়েছে।
বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলোয়াড়দের খাবার নিয়ে সমস্যা! সঠিক খাবার দেওয়া হচ্ছে না রোহিতদের। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় সমর্থকরা। সূত্রের খবর, মঙ্গলবার প্র্যাকটিস শেষে ভারতের খেলোয়াড়রা গরম খাবার খেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের ঠান্ডা স্যান্ডউইচ দেওয়া হয়েছিল। বাধ্য হয়ে হোটেলে ফিরে তাঁদের গরম খাবার খেতে হয়। BCCI আধিকারিকরা বলেন, সমস্যা বাড়ছে ঠান্ডা খাবার নিয়ে। কারণ প্লেয়ারদের দুপুরের পর গরম খাবার দিচ্ছে না আইসিসি। সাধারণত একটি দ্বিপাক্ষিক সিরিজে আয়োজক দেশ ক্যাটারিংয়ের দায়িত্বে থাকে। দুপুরে ভারতীয় খাবারই দেওয়া হয়। কিন্ত এক্ষেত্রে আইসিসির নিয়মানুযায়ী সকল দেশের প্লেয়ারদের জন্য একটাই নিয়ম। দু’ঘন্টা প্র্যাকটিস করার পর অ্যাভোকাডো, টমেটো ও শসা দিয়ে ঠান্ডা নিম্নমানের স্যান্ডউইচ দেওয়া হচ্ছে। এতে খেলোয়াড়রা সঠিক পুষ্টি পাবে না বলে অভিযোগ।
শুধু খাবারই নয়। হোটেল নিয়েও সমস্যায় পড়েছেন কোহলিরা। তাঁদের অভিযোগ, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিডনিতে ম্যাচ রয়েছে। কিন্তু তাঁদেরকে রাখা হয়েছে ৪০ কিলোমিটারেরও বেশি দূরের একটি হোটেলে। আরও অভিযোগ, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ভারতীয় দলকে ৪ তারা হোটেলে রাখা হয়েছিল। কিন্তু আয়োজক দেশের প্লেয়াররা ছিলেন ৫ তারা হোটেলে।
সমস্ত বিষয় আইসিসিকে জানিয়েছে ভারতীয় বোর্ড। যদিও আইসিসির তরফ থেকে পাল্টা বলা হয়েছে অভিযোগ থাকলে আগে কেনো জানানো হয়নি?
এর আগেও অস্ট্রেলিয়াতে গিয়ে বিপাকে পড়েছিল টিম ইন্ডিয়া। করোনার প্রকোপ কিছুটা কমলে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যায় রোহিতরা। সেই সময় হোটেলের সব কাজ নিজেদের করতে হয়েছিল। এমনকি শৌচাগারও পরিষ্কার করেছিলেন ভারতীয় দলের সদস্যরা। তাঁরা হোটেলকে জেল বলেও অ্যাখ্যা করেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন