২০১১ ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও অঘটন ঘটালো আইরিশরা। বৃষ্টির জেরে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জয় তুলে নিলো আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডকে প্রথম দফায় ব্যাট করতে পাঠিয়ে ১৫৭ রানেই বেঁধে ফেলে ছিল ইংল্যান্ড। গতি এবং স্পিনার মিশেলে আইরিশদের বড় রান করা থেকে আটকান মার্ক উড এবং লেইম লিভিংস্টোন। তবে দুজনেই নেন তিনটি করে উইকেট। তবে হার বাঁচানো গেল না। খেলা যখন বন্ধ হয় তখন ইংল্যান্ডের রান ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫। তখনও জয়ের জন্য ৩৩ বলে ৫৩ রান করতে হত ইংল্যান্ডকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রান পিছনে ছিলেন ব্রিটিশরা। বৃষ্টির কারণে আর খেলা শুরু করা যায়নি। তাতেই কপাল পুড়ে বাটলারদের।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এদিন আয়ারল্যান্ডকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন স্বয়ং অধিনায়ক বালবির্নে। অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং ১৪ রান করে ফিরে যাওয়ার পর উইকেটরক্ষক লোরকান টাকারকে সঙ্গে নিয়ে ৮২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। টাকার ২৭ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। বালবির্নে ৪৭ বলে ৬২ রান করেন। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৫ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।
আয়ারল্যান্ড এই ম্যাচে ১৯.২ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জশুয়া লিটলের জোড়া আঘাতে টপ অর্ডার ভাঙে ইংল্যান্ডের। জস বাটলার রানের খাতা খুলতেই পারেননি। অ্যালেক্স হেলস ফেরেন ৫ রান করে। বেন স্টোকস(৬), হ্যারি ব্রুকও(১৮) ব্যর্থ হন। ম্যাচের হাল ধরেছিলেন ডেভিড মালান। তবে মালানের ৩৫ রান এবং মঈন আলির ১২ বলে অপরাজিত ২৪* রানেও হার এড়ানো যায়নি। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ায় আইরিশরা জয় পেয়ে যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন