জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে সুপার-১২-এর আশা জিইয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। দু'বারের বিশ্বচ্যাম্পিয়নদের এদিন জিততেই হতো গ্রুপ পর্ব টপকানোর জন্য। শুরুটা ছন্নছাড়া হলেও হোবার্টে ৩১ রানে জয় তুলে নিতে অসুবিধা হলো না ক্যারিবিয়ানদের।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারায় এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় না পেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো নিকোলাস পুরানের দলকে। ডু অর ডাই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১০১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে দু'বারের চ্যাম্পিয়নরা। সেখান থেকে দলকে উদ্ধার করেন রোভম্যান পাওয়েল-আকিল হোসেইন।
ওপেনার জনসন চার্লস ৪৫ রানের ইনিংস খেললেও টপ অর্ডারে অন্য ব্যাটাররা ওয়েস্ট ইন্ডিজকে ডোবায়। কোণঠাসা হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ এরপর ঘুরে দাঁড়ায় রোভম্যান পাওয়েল-আকিল হোসেইনের হাত ধরে। রোভম্যান ২১ বলে ২৮ রান করেন এবং হোসেইন ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে ক্যারিবিয়ান দল।
জবাবে ব্যাট করতে নেমে ১২২ রানেই অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। মাধেভেরে(২৭) এবং লুক জঙ্গে(২৯) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় ভূমিকা রাখেন আলজারি জোসেফ। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া তিনটি উইকেট নেন জেশন হোল্ডার। একটি করে উইকেট আসে আকেল হোসেইন, ওডেন স্মিথ এবং ওবেদ ম্যাককয়ের ঝুলিতেও।
এই গ্রুপ থেকে সুপার ১২-তে ওঠার লড়াইটা বেশ জমে উঠেছে । গ্রুপের চারটি দলই দু পয়েন্টে দাঁড়িয়ে। নেট রান রেটের ভিত্তিতে এখন স্কটল্যান্ড শীর্ষে, জিম্বাবোয়ে দুইয়ে, তিনে ওয়েস্ট ইন্ডিজ আর সবার শেষে জিম্বাবোয়ে। শুক্রবার গ্রুপের খেলার শেষ দিনে আয়ারল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, আর স্কটল্যান্ড নামবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। শেষ ম্যাচে যে দুটি দল জিতবে তারাই সুপার ১২-তে জায়গা করে নেবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন