T-20 World Cup: নিয়মরক্ষার ম্যাচে স্কটল্যান্ডকে হেলায় হারালো পাকিস্তান

সুপার ১২-এর গ্রুপ ২-তে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে অপরাজিত পাকিস্তান পৌঁছালো সেমিফাইনালে। ব্যাট হাতে এদিন অধিনায়ক বাবর আজমের অনবদ্য ইনিংসের পর শারজায় ঝড় তুললেন অভিজ্ঞ শোয়েব মালিক।
পাকিস্তান বনাম স্কটল্যান্ড
পাকিস্তান বনাম স্কটল্যান্ড ছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে পাকিস্তানের বিজয়রথ। সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে আগেই। নিয়মরক্ষার ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেমে ৭২ রানের বড় জয় অর্জন করেছে পাকিস্তান। সেইসঙ্গে সুপার ১২-এর গ্রুপ ২-তে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে অপরাজিত পাকিস্তান পৌঁছালো সেমিফাইনালে। ব্যাট হাতে এদিন অধিনায়ক বাবর আজমের অনবদ্য ইনিংসের পর শারজায় ঝড় তুললেন অভিজ্ঞ শোয়েব মালিক। বাবরদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানই সংগ্রহ করতে পেরেছে স্কটল্যান্ড।

পাকিস্তানের হয়ে এই ম্যাচে ভিত গড়ে দিয়েছিলেন অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেরিয়ারের ২৪ তম অর্ধশতরান করে দলকে এগিয়ে দেন ভালো জায়গায়। ৪৭ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। বাবরের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়েই শারজায় ব্যাট হাতে ঝড় তুললেন শোয়েব মালিক। লোকেশ রাহুলের সাথে যৌথভাবে টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতরান করে দলকে রানের পাহাড়ে নিয়ে যান শোয়েব। ১৮ বলে ৫৪* রানে অপরাজিত থাকেন তিনি। শোয়েবের ইনিংস সাজানো রয়েছে ১ টি বাউন্ডারি এবং ৬ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।

পাক উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান এই ম্যাচে ১৫ রানেই আউট হয়ে ফিরে যান। তবে যাওয়ার আগে ২০১৫ সালে ক্রিস গেইলের গড়া ১৬৬৫ রানের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার নজির গড়ে যান। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মহম্মদ হাফিজ এই ম্যাচে ১৯ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে পাকিস্তান।

জবাবে দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে রিচে বেরিংটনের অর্ধশতরান ছাড়া স্কটল্যান্ডের ইনিংসে আর কিছুই নেই। পাক বোলারদের সামনে স্কটল্যান্ডের টপ অর্ডার ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। মুনশে (১৭), কাইল কোয়েটজার (৯), ম্যাথু ক্রস (৫), ডিলান বাজরা (০) দ্রুত ফিরে যান। একা বেরিংটন ৩৭ বলে ৫৪* রানে অপরাজিত থাকলেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানই সংগ্রহ করতে পেরেছে স্কটিশরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in