চরিথ আসালাঙ্কা এবং ভানুকা রাজাপক্ষর ঝড়ে শারজায় ঢাকা পড়ে গেলো মহম্মদ নায়েম ও মুশফিকর রহিমের লড়াকু ইনিংস। বাংলাদেশের দেওয়া ১৭২ রানের বড় লক্ষ্য মাত্রা ৭ বল হাতে রেখেই অতিক্রম করে গেলো শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে অপরাজিত শ্রীলঙ্কা অনবদ্য জয় নিয়েই সুপার ১২-এর অভিযান শুরু করলো। দ্বীপরাষ্ট্রকে ৫ উইকেটে জয়ের স্বাদ এনে দেওয়ার ব্যাট হাতে মূল কারিগর আসালাঙ্কা এবং রাজাপক্ষ। আসালাঙ্কা অপরাজিত রয়েছেন ৮০* রানে এবং রাজাপক্ষ খেলেছেন ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
মহম্মদউল্লাহদের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরার(১) উইকেট হারালেও দ্রুত কামব্যাক করে শ্রীলঙ্কা। পথুম নিশঙ্কা এবং চরিথ আসালাঙ্কা জুটি পাওয়ার প্লের সদ্ব্যবহারই করেন। তবে নিশঙ্কা ২৪ রান করে ফিরে যাওয়ার পর পরই অভিস্কা ফার্নান্দো রানের খাতা না খুলেই এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র ৬ রানেই আউট হয়ে ফিরে যান। শ্রীলঙ্কা কিছুটা হলেও ম্যাচের বাইরে চলে যায়। তবে পঞ্চম উইকেটে ভানুকা রাজাপক্ষ স্বপ্নের ইনিংস উপহার দিলেন। ৩ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩১ বলে ৫৩ রান করেছেন তিনি। সেইসঙ্গে ৪৯ বলে ঝড়ো ৮০* রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে ম্যাচের রং কেড়ে নিয়েছেন চরিথ আসালাঙ্কা। চরিথের ইনিংস সাজানো রয়েছে ৫ টি বাউন্ডারি এবং ৫ টি বিশাল ওভার বাউন্ডারির মাধ্যমে।
বল হাতে বাংলাদেশের হয়ে এদিন জোড়া উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। প্রথম উইকেট পাওয়ার সাথে সাথেই শাহিদ আফ্রিদিকে পেছনে ফেলে সাকিব হয়ে গেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এবং একটি উইকেট নিয়েছেন সৈফুদ্দিন।
শারজায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার মহম্মদ নায়েম এবং উইকেট কিপার মুশফিকর রহিমের জোড়া অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রানের বড় স্কোর সংগ্রহ করে বাংলাদেশ। ৫২ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নায়েম। অন্যদিকে ৫ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩৭ বলে অপরাজিত ৫৭* রানের দুরন্ত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। লিটন দাস(১৬), সাকিব আল হাসান(১০), আফিফ হোসেনরা(৭) ব্যাট হাতে বিশেষ ছাপ ফেলতে পারেননি। বাংলাদেশের অধিনায়ক মহম্মদউল্লাহ অপরাজিত ছিলেন ৫ বলে ১০* রান সংগ্রহ করে।
শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে একটি করে উইকেট নিয়েছেন চামিকা করুনারত্নে, লাহিরু কুমারা এবং বিনুরা ফার্নান্দো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন