টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনের ম্যাচে নজির গড়লেন কার্টিস ক্যামফের। নেদারল্যান্ডের বিরুদ্ধে ৪ বলে ৪ উইকেট তুলে নিলেন এই আইরিশ ক্রিকেটার। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে হ্যাটট্রিকের পাশাপাশি লাসিথ মালিঙ্গা এবং রশিদ খানের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেওয়ার নজির গড়লেন ক্যামফের। মার্ক আদেয়ার, ক্যামফেরদের আগুন ঝরানো বোলিংএর সামনে মাত্র ১০৬ রানেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৯ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে গ্রুপ পর্বের যাত্রা শুরু করেন কেভিন ওব্রায়েনরা।
দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে কেভিন ওব্রায়েন(৯) ও অ্যান্ড্র বিলবার্নে(৮) দ্রুত ফিরে গেলেও বিশেষ অসুবিধার মধ্যে পড়তে হয়নি আইরিশদের। গ্যারেথ ডেলানি ২৯ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। ওপেনার পল স্টার্লিং অপরাজিত থাকেন ৩০* রানে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড। তবে আইরিশ বোলারদের দাপুটে প্রদর্শনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ডাচদের ইনিংস। ১০৬ রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ড। ১ রানের মাথায় বেন কুপার এবং ২২ রানের মাথায় ডে লিডেকে হারানোর পর ৫১ রানে পরপর ৪ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় নেদারল্যান্ড। ওপেনার ম্যাক্স ওডেড কার্যত একা হাতে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। ৪৭ বলে ৫১ রান করেছেন তিনি। এছাড়া আকেরম্যান(১১), সিলার(২১), ভ্যান বিক (১১) দুই অঙ্কের স্কোর করেন।
এই ম্যাচে সমস্ত রং কেড়ে নিয়েছেন কার্টিস ক্যামফের। ম্যাচের দশম ওভারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে যথাক্রমে আকেরম্যান, টেন ডসকাটে, স্কট এডওয়ার্ডস এবং ভ্যান ডার মেরউকে ফেরান তিনি। ৪ ওভারে ২৪ রান দিয়ে ক্যামফের তুলে নিয়েছেন ৪ টি উইকেট। এছাড়াও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন মার্ক আদেয়ার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন