T20 World Cup 2021: জেশন রয়ের দুরন্ত ইনিংস, বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ইংল্যান্ডের

বাংলাদেশের দেওয়া ১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ বলে ৬১ রানের বড় ইনিংস খেললেন জেশন রয়। সুপার ১২-এর গ্রুপ ১-এর শীর্ষে এখন ইংল্যান্ডই।
জেশন রয়
জেশন রয়ছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আবুধাবিতে ব্যাট হাতে ঝড় তুললেন ব্রিটিশ ওপেনার জেশন রয়। বাংলাদেশের দেওয়া ১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ বলে ৬১ রানের বড় ইনিংস খেললেন তিনি। ৩৫ বল হাতে রেখেই মহম্মদউল্লাহদের বিরুদ্ধে ৮ উইকেটে অনবদ্য জয় তুলে নিলো ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেন ইয়ন মর্গ্যানরা। সুপার ১২-এর গ্রুপ ১-এর শীর্ষে এখন ইংল্যান্ডই। অন্যদিকে শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের কাছেও হেরে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গেলো সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

বুধবার দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন জেশন রয়। ওপেনার জস বাটলার ১৮ রান করে ফিরে গেলেও রয় ছিলেন। ৫ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দলকে জয়ের দোরগোড়ায় এনে দিলেও দলগত স্কোর ১১২ রানের মাথায় ফিরে যেতে হয় রয়কে। অবশ্য এরপর আর ফিরে তাকাতে হয়নি। ডেভিড মালান এবং জনি বেয়ারিস্টো দ্রুত ম্যাচ শেষ করে ফিরে আসেন। মালান ২৫ বলে ২৮* রানে অপরাজিত রয়েছেন এবং বেয়ারিস্টো অপরাজিত রয়েছেন ৪ বলে ৮* রানে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে এই ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি টাইগারদের। মাত্র ২৬ রানেই লিটন দাস(৯), মহম্মদ নায়েম(৫) এবং সাকিব আল হাসানকে(৪) হারিয়ে বড় ধাক্কা খায় মহম্মদউল্লাহরা। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম এবং অধিনায়ক মহম্মদউল্লাহ ৩৭ রানের পার্টনারশিপ গড়লেও শেষ পর্যন্ত দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। মুশফিক ৩০ বলে ২৯ রান করে আউট হয়ে যান এবং মহম্মদউল্লাহ আউট হন ২৪ বলে ১৯ রান সংগ্রহ করে। শেষের দিকে বাংলাদেশের বোলার নাসুম আহমেদ ১ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৯ বলে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৪ রানই সংগ্রহ করতে পারেন মহম্মদউল্লাহ বাহিনী।

ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ৩ টি উইকেট তুলে নিয়েছেন টাইমাল মিলস। ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ওপেনার জুটি লিটন ও নায়েমকে ফিরিয়েছেন মঈন আলি। এছাড়াও ৩ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে জোড়া উইকেট তুলে নিয়েছেন লেইম লিভিংস্টোন। ক্রিস ওকস ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১২ এবং শিকার করেছেন ১ টি উইকেট।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in