T20 World Cup 2024: আফগানিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের! দেখুন একনজরে

People's Reporter: দল হিসেবে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান করলো ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করেছে ২১৮ রান।
আজকের ম্যাচের দৃশ্য
আজকের ম্যাচের দৃশ্যছবি - টি-২০ বিশ্বকাপের এক্স হ্যান্ডেল
Published on

আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ সি-তে প্রথম স্থানে শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ানরা। ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান।

মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। প্রথমে বল করে আফগানিস্তান। ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ৯৮ রান করে আউট হন নিকোলাস পুরান। ২০২৪ বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যক্তিগত রানের নিরিখে এটাই সর্বোচ্চ। পুরানের পরেই রয়েছেন অ্যারন জোনস (৯৪* বনাম কানাডা) রহমানুল্লাহ গুরবাজ (৮০ বনাম নিউজিল্যান্ড এবং ৭৬ বনাম উগান্ডা)। পঞ্চম স্থানে রয়েছেন ইব্রাহিম জাদরান (৭০ বনাম উগান্ডা)।

পাশাপাশি দল হিসেবেও চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান করলো ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করেছে ২১৮ রান। এর পরে রয়েছে শ্রীলঙ্কা (২০১/৬ বনাম নেদারল্যান্ডস), অস্ট্রেলিয়া (২০১/৭ বনাম ইংল্যান্ড), মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৭/৩ বনাম কানাডা) এবং কানাডা (১৯৪/৫ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র)। এমনকি টি-২০ বিশ্বকাপে নিজেদের সর্বাধিক রান করলো ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটের বিনিময়ে ২০৫ রানই এতদিন ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক রান ছিল।

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লে-তে সর্বাধিক রান করলো ওয়েস্ট ইন্ডিজ। এতদিন ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের করা ৯১ রান সর্বোচ্চ ছিল। আজ আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৯২ রান করেছে। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৯ রান করেছিল ইংল্যান্ড। ওই ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে ৮৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ২০২১ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৮২ রান করেছিল ভারত।

আন্তর্জাতিক টি-২০তে ক্রিস গেইলের ছয় মারার রেকর্ডও ভাঙলেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ১২৪টি ছয় মেরেছিলেন। নিকোলাস পূরণ আজকের ম্যাচে ৮টি ছয় মারেন। বর্তমানে পূরাণের ছয়ের সংখ্যা ১২৮টি। ২০২৪ টি-২০ বিশ্বকাপে আমেরিকার অ্যারন জোনসের সাথে যুগ্মভাবে সর্বাধিক ছয়ের মালিক হলেন নিকোলাস পূরাণ (১৩টি)।

আজকের ম্যাচের দৃশ্য
T20 World Cup 24: ৪ ওভারই মেডেন! টি-২০ বিশ্বকাপে ৩ বোলারের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের ফার্গুসন
আজকের ম্যাচের দৃশ্য
AIFF: ব্যর্থতার জের! মেয়াদ শেষের আগেই ভারতের কোচের পদ থেকেচ ছাঁটাই ইগর স্টিমাচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in