নেপালকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ। গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠলেন শাকিব আল হাসানরা। প্রথম দল হিসেবে আগেই শেষ আটে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে শেষ ম্যাচে জয় দিয়ে বিদায় নিল শ্রীলঙ্কা।
এশিয়া মহাদেশ থেকে তৃতীয় দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠলো বাংলাদেশ। সোমবার নেপালের বিরুদ্ধে ম্যাচ ছিল বাংলাদেশের। টসে জিতে প্রথমে বোলিং-র সিদ্ধান্ত নেয় নেপাল। ১৯.৩ ওভারে ১০৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। সোমপাল কামির প্রথম ওভারের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ফেরেন তানজিদ হাসান। ৫ বলে ৪ রান করে আউট হন অধিনায়ক শান্ত। শাকিবের ব্যাট থেকে আসে ১৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮৫ রানে অল আউট হয়ে যায় নেপাল। বাংলাদেশের তানজিম হাসান শাকিবের আগুনে বোলিং-র সামনে দাঁড়াতে পারেনি নেপালের ব্যাটাররা। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম। মুস্তাফিজুর ৪ ওভার বল করে ৭ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।
উল্লেখ্য, সুপার এইটে বাংলাদেশ রয়েছে প্রথম গ্রুপে। বাংলাদেশ ছাড়াও ওই গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। দ্বিতীয় গ্রুপে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০১ রান তোলে লঙ্কান ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে ১১৮ রানে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ জিতে শ্রীলঙ্কা ফিরবেন ম্যাথিউজরা। ৪ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করলো শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস চতুর্থ এবং পঞ্চম স্থানে শেষ করলো নেপাল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন