জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেন লিটস দাসরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ হার, প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই নিজেদের দেশের ক্রিকেটারদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। কিন্ত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর সমালোচকদের যোগ্য জবাব দিলেন বাংলাদেশী ক্রিকেটাররা।
আইপিএল যদি ব্যাটারদের জন্য হয় তাহলে টি-২০ বিশ্বকাপ হচ্ছে বোলারদের জন্য। এখনও পর্যন্ত বিশাল রান স্কোরবোর্ডে তুলতে পারেনি কোনও দলই। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে শ্রীলঙ্কান ব্যাটাররা। শ্রীলঙ্কার হয়ে একমাত্র ঝোড়ো ইনিংস খেলেন পাথুম নিশঙ্কা। ২৮ বলে ৪৭ করে আউট হয়ে যান।
লঙ্কান ব্যাটিং লাইন আপে ধস নামান বাংলাদেশী বোলাররা। মুস্তাফিজুর রহমান ৪ ওভার করে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন ৪ ওভার শেষে ২২ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন। ২টি উইকেট পান তাসকিন আহমেদ এবং ১টি উইকেট পান তানজিম হাসান।
জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসদেরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস এবং হৃদয়ের পার্টনারশিপের কারণে খেলায় ফেরে বাংলাদেশ। ১ ওভার বাকি থাকতে ম্যাচ জেতেন শাকিব আল হাসানরা। ম্যাচের সেরা হন বাংলাদেশের রিশাদ হোসেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন