T20 World Cup 24: ভারত-ইংল্যান্ড ম্যাচে কোন আম্পায়াররা ম্যাচ পরিচালনা করবেন জানেন? দেখুন একনজরে

People's Reporter: ভারত-ইংল্যান্ড ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং অস্ট্রেলিয়ার রডনি টাকারের।
রডনি টাকার
রডনি টাকারছবি - সংগৃহীত
Published on

টি-২০ বিশ্বকাপের দুই সেমিফাইলানের জন্য ম্যাচ রেফারি এবং আম্পায়ার ঘোষণা করলো আইসিসি। ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালে থাকবেন চলতি বিশ্বকাপের বিতর্কিত জোয়েল উইলসন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় গয়ানার প্রভিডেন্স অ্যাকাডেমি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচে রেফারি থাকবেন নিউজিল্যান্ডের জেফরি ক্রো। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং অস্ট্রেলিয়ার রডনি টাকারের। টিভি আম্পায়ার থাকবেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল।

এই জোয়েল উইলসন দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ম্যাচে প্রোটিয়া উইকেটকিপার ক্যুইন্টন ডি'কককে নট আউট দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন যে আম্পায়ার সম্ভবত আউট দেবেন। কিন্তু তা দেননি। ওই ম্যাচে ৩৮ বলে ৬৫ রান করে ম্যাচের সেরাও হন ডি'কক। ম্যাচও জেতে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে যদি তেমন কোনও বিতর্কিত সিদ্ধান্ত ফের নেন তা নিয়েই চিন্তিত ভারতীয় সমর্থকরা।

জোয়েল উইলসন
জোয়েল উইলসনছবি - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ওয়েব সাইট

অন্যদিকে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেরও আম্পায়ার ঘোষণা করেছে আইসিসি। প্রথম সেমিফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন (ম্যাচ রেফারি), ইংল্যান্ডের রিচার্ড রিচার্ড ইলিংওয়ার্থ এবং ভারতের নীতিন মেনন (অন-ফিল্ড আম্পায়ার), ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো (টিভি আম্পায়ার) এবং পাকিস্তানের আহসান রাজা (চতুর্থ আম্পায়ার)।

রডনি টাকার
T20 World Cup 24: চাপ নেওয়ার কিছু নেই - সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী রোহিত
রডনি টাকার
UEFA EURO 2024: গ্রুপ ই-র চতুর্মুখী লড়াই দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব, অপরাজিত থাকতে মরিয়া পর্তুগাল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in