সোমবার টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত। ওয়ান ডে বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ফলে সমর্থকরা চাইছেন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই বদলা নিতে।
আজ সন্ধ্যা ৮টায় দুই দলের ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই শেষ চার নিশ্চিত ভারতের। সেমি ফাইনালের আগেই এই ম্যাচকে সেমির নজরেই দেখছেন রোহিত শর্মারা। কারণ চলতি বিশ্বকাপে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ হিসেবে কোনও দলের সাথে খেলেনি ভারত। টি-২০ বিশ্বকাপে দুই দেশের ৫ বার সাক্ষাৎ হয়েছে। যার মধ্যে ৩ বার জিতেছে ভারত (২০০৭, ২০১৪ এবং ২০১৬)। অস্ট্রেলিয়া জিতেছে ২ বার (২০১০ এবং ২০১২)।
২০০৭ সালে শেষবার ভারত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে অধরাই রয়েছে এই ট্রফি। অন্যদিকে অস্ট্রেলিয়াও শুধু ২০২১ সালে ট্রফি জিতেছে। ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া হারে আর আফগানিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া যদি জেতে তাহলে ভারতকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান এবং বাংলাদেশ ম্যাচের দিকে। বাংলাদেশকে বিরাট ব্যবধানে হারাতে পারলে সেমিফাইনালের রাস্তা খুলে যাবে রাশিদ খানদের কাছে।
অন্যদিকে সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। ছিটকে গেছে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন